১৪ বছর এক অফিসে চাকুরী: পাহাড় সমান সম্পদ জাকিরের
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের পরপরই পাহাড় সমান সম্পদের মালিক হয়েছেন উচ্চমান সহকারী মো. জাকির হোসেন। দুর্নীতি করে অল্প সময়েই বনে গেছেন অঢেল সম্পদের মালিক। জেলা শহরে জায়গা কিনে বাড়ি বানিয়েছেন। বিলাশী জীবন যাপনের জন্য কিনেছেন দামি বিলাসবহুল গাড়ি। শুধু তাই নয় তিনি আবার বিয়েও করেছেন দুটি। এক বউকে দেশের বাড়ীতে অন্য বউ সাথেই রাখেন তিনি। দ্বিতীয় স্ত্রীর নামে মৌলভীবাজার সোনালী ব্যাংকে এবং নিজের নামে পূবালী ব্যাংকে রয়েছে একাধিক মোটা অঙ্কের এফডিআর। এ কর্মকর্তার সম্পদের পাহাড় নিয়ে নিজ অফিসেই চলছে নানা রকম গুঞ্জন।
অভিযোগ উঠেছে, নতুন নিয়োগকৃত শিক্ষকদের বাড়ির পার্শ্ববর্তী বিদ্যালয়ে পদায়ন, চাহিদাসম্পন্ন বিদ্যালয়ে বদলি (অনলাইন বদলি চালু হওয়ার পূর্ব পর্যন্ত), শিক্ষকদের অবসর ও মৃত্যুজনিত কাজসহ বিভিন্ন কাজে জেলায় কর্মরত শিক্ষকদের জিম্মি করে নিয়মিত ঘুস নেন জাকির। এর মাধ্যমেই সম্পদের পাহাড় গড়েছেন তিনি।
২০০৮ সালের শেষের দিকে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করে ১৪ বছর ধরে একই অফিসে কর্মরত উচ্চমান সহকারী জাকির হোসেন। নানা দূর্নীতির অভিযোগে ২০১৪ সালে কর্তৃপক্ষ তাকে বদলি করলেও তদবির করে অদৃশ্য হাতে ৬ মাসের মাথায় আবারও ফিরে আসেন মৌলভীবাজারে।
অনুসন্ধানে জানা যায়, কোনো দিন অফিসের স্টাফ আসার আগে সকালে আবার কখনও সন্ধ্যায় নীরবে ঘুষ বাণিজ্য করেন জাকির। অফিসকে তিনি ব্যক্তিগত ব্যবসায় পরিণত করেছেন। উপজেলা অফিসগুলোতেও রয়েছে তার শক্ত সিন্ডিকেট। কিন্তু শিক্ষকরা হয়রানির ভয়ে প্রতিবাদ করেন না। মৌলভীবাজারে যোগদানের পর থেকেই ঘুষ গ্রহণে বেপরোয়া হয়ে উঠেন জাকির। বিলাসী জীবনযাপনের জন্য ৩৮ লক্ষ টাকা দিয়ে কিনেছেন নিউ মডেলের গাড়ি (ঢাকা মেট্রো-গ ৩৪-২৮৯৪)। কাজের মেয়ে হোসনে আরার প্রেমে পড়ে ২০১০ সালে তাকে বিয়ে করেন। এ ছাড়াও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকায় দ্বিতীয় স্ত্রী হোসনে আরার নামে (৫.৯০) শতক জায়গা কিনে ৩ তলা ফাউন্ডেশন দিয়ে একটি বাসা বানিয়েছেন। প্রতিবেদক তার বাসায় গিয়ে দেখতে পান হাতিলসহ দামি ব্র্যান্ডের ফার্নিচারে ড্রয়িং রুম সাজানো এ ছাড়াও রয়েছে২ লক্ষ টাকার বিলাসবহুল রেফ্রিজারেটর ও ৭২" স্মার্ট টেলিভিশন। সম্প্রতি কুমিল্লায় তার গ্রামের বাড়িতে ছেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠান করেছেন। গ্রামের বাড়ি কুমিল্লায়ও রয়েছে তার অনেক সম্পদ। গ্রামের বাড়িতে থাকেন প্রথম স্ত্রী।
সম্প্রতি মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক শিক্ষিকা স্বেচ্ছায় অবসরে যান। নাম গোপন রাখার শর্তে তিনি বলেন, আমার অনেক পরিচয় থাকার পরেও জাকির ভাইকে ৩ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এভাবে তিনি প্রতিটি কাজে শিক্ষকদের জিম্মি করে টাকা আদায় করেন।
চলতি বছর নিয়োগপ্রাপ্ত কুলাউড়া উপজেলার একজন শিক্ষক বলেন, আমার বাড়ির পার্শ্ববর্তী বিদ্যালয়ে পদায়ন করে দেবেন বলে এ কর্মকর্তা আমার কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় আমাকে ওই বিদ্যালয়ে পদায়ন করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার এক শিক্ষিকা বলেন, আমার এক আত্মীয়কে চাহিদাসম্পন্ন বিদ্যালয়ে পদায়ন করতে না পেরে জাকির ভাই ঘুষের টাকা ফেরত দিয়েছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক সমিতির জেলা সভাপতি জহুর তরফদার বলেন, অনেক শিক্ষকের মুখে আমিও তার (জাকির) বিরুদ্ধে ঘুসের অভিযোগ শুনেছি। এটা আমাকে পীড়া দেয়। কিন্তু শিক্ষকরা লিখিতভাবে আমাদের কাছে বলেননি। যার কারণে আমরা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কিংবা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারছি না। তবে অভিযোগ একেবারেই মিথ্যা নয়।
অভিযুক্ত জাকির হোসেন এ বিষয়ে বলেন, প্রতিদিন নানা কাজে শিক্ষকরা আমার কাছে আসেন। তাদের কাজ করে দিলে অনেকে খুশি হয়ে কিছু টাকা দেন। কারও কাছ থেকে জোর করে কিংবা চুক্তি করে আমি টাকা নেইনি। ব্যাংকের টাকার বিষয়ে তিনি বলেন, প্রধান ডাকঘরে আমার স্ত্রীর নামে একটা সঞ্চয়পত্র ছিল। সেটা ভেঙে সোনালী ব্যাংকের কোর্ট শাখায় স্ত্রীর নামে ১০লাখ টাকার এফডিআর করেছি। পূবালী ব্যাংক ওয়াপদা শাখায় মাসিক ৫ হাজার টাকার একটা ডিপিএস রয়েছে। মৌলভীবাজারে বাড়ি এবং গাড়ির বিষয়ে তিনি বলেন, ব্যাংক লোন এবং বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে ঋণ নিয়ে এগুলো করেছি। আমি অনেক টাকা ঋণে আছি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শামসুর হক বলেন, জাকিরের অনিয়ম ও দুর্নীতির বিষয় কোনো শিক্ষক আমার কাছে কখনো বলেননি। তবে যুগান্তর যেহেতু অনুসন্ধান করে পেয়েছে আমি উনাকে মৌখিকভাবে সতর্ক করব।
এমএসএম / এমএসএম
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর
সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া