তাড়াশে বিবাহিত কিশোরী, তাদের স্বামী, শ্বশুড় ও শ্বাশড়ীদের নিয়ে আন্ত:প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে বিবাহিত কিশোরী, তাদের স্বামী, শ্বশুড় ও শ্বাশড়ীদের নিয়ে আন্ত:প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে বিবাহিত কিশোরী, তাদের স্বামী, শ্বশুড় ও শ্বাশড়ীদের নিয়ে ১ দিনের আন্ত:প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপে গণ উন্নয়ন কেন্দ্র এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ফোকাল পারর্সন মো: আতাউর রহমান সরকার। সংলাপে অংশগ্রহণকারীগণ পারিবারিক জীবনে একে অন্যের কাজ গুলোর মধ্যে তারা কোনটি পছন্দ ও অপছন্দ করেন এবং কিশোরীদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞার কারন এর প্রভাব সম্পর্কে জানতে পারেন। এছাড়াও তাড়া পারিবারিক সু-সম্পর্ক উন্নয়নে একে অন্যের সাথে আরো কিভাবে সহায়তা করতে পারে সে সম্পর্কে সংলাপে বিশদ আলোচনা করা হয়। ইউএনএফপিএ এর অর্থায়নে, কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এ্যাকসিলারেটিং এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পটি তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করে আসছে। উক্ত সংলাপটি সঞ্চালনা করেন মো: মুসকুর রহমান
এমএসএম / এমএসএম