কর্ণফুলীতে নির্বাচন অফিসার নেই ৫ মাস
কর্ণফুলী উপজেলায় নির্বাচন অফিসার নেই প্রায় সাড়ে ৫ মাস। কাগজে কলমে দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী পটিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা। কিন্তু অফিসে তার দেখা মিলছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। প্রতিদিন সেবা নিতে আসা সেবাগ্রহীতারা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
জানা যায়, কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়ন। ভোগান্তিতে পড়েছে পাঁচ ইউনিয়নের হাজার হাজার সেবাপ্রার্থী। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি তৎকালীন নির্বাচন অফিসার মো. আবদুর শুক্কুরকে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলায় বদলি করা হয়। তারপর থেকে এখানে নতুন করে কাউকে পদায়ন করা হয়নি। তবে কাজের স্থবিরতা কমানোর জন্য পটিয়া উপজেলা নির্বাচন অফিসার আরাফাত আল হোসাইনীকে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেয় জেলা নির্বাচন অফিস। সপ্তাহে দুই দিন তিনি কর্ণফুলী উপজেলার নির্বাচন অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলে জানালেও সেবাপ্রার্থীরা তাকে কর্ণফুলীতে পাচ্ছেন না।
উপজেলার একাধিক সেবাপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আগের নির্বাচন অফিসার মো. আবদুর শুক্কুরের বদলির পর বেকায়দায় পড়েছে এলাকার লোকজন। জানা যায়, ২০১৯ সালের মাঝামাঝিতে উপজেলার ৫টি ইউনিয়নে বেশ কিছু স্মার্টকার্ড বিতরণ করেছেন উপজেলা নির্বাচন অফিস। কিন্তু প্রবাসে ও বিভিন্ন জায়গায় চাকরির কারণে স্মার্টকার্ড গ্রহণ করতে পারেনি অধিকাংশ ভোটার। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ, প্রধান কার্যালয়ে তথ্য আদান প্রদান, ভোটার স্থানান্তর, সংশোধন, হারানো আবেদন, নতুন ভোটারদের আবেদন ফর্মে নির্বাচন অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্ণফুলীর উপজেলার লোকজনকে। নিয়মিত নির্বাচন কর্মকর্তা উপস্থিত না থাকায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সেবা গ্রহীতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, 'আমাদের নির্বাচন অফিসার আবদুর শুকুর যাওয়ার পরে পটিয়ার একজন নির্বাচন অফিসারকে কর্ণফুলীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। তিনি সপ্তাহে একদিন বা দুইদিন আসতেন। এখন শুনেছি তিনি আসছেন না। ফলে জনগণ সেবা নিতে আসলেও সেবা পাচ্ছেন না। বিষয়টি আমি জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অবগত করেছি।'
এব্যপারে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, 'কর্ণফুলীতে একজন নিয়মিত অফিসার দরকার। যদিও আপাতত কাজের স্থবিরতা রোধ করতে পটিয়া উপজেলা নির্বাচন অফিসারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণফুলীতে খুব শীঘ্রই নির্বাচন অফিসার দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট