উৎসবমুখর চট্টগ্রাম ১০ আসন: নজর কেড়েছে খোকনের ভ্রাম্যমান নৌকা
চট্টগ্রাম -১০ আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহুর্তে জমে উঠেছে প্রচারণা। উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচনী এলাকায়। দলীয় নেতাকর্মীরা নানাভাবে ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ কয়েকটি দলের প্রার্থী না থাকায় নিবার্চনের মাঠে নেই ভোটারের একটি বড় অংশের নেতাকর্মীরা। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মহানগর যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চুকে জেতাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনসহ তাঁর অনুসারীরাও। এই নির্বাচনী প্রচারণায় সকলের নজর কেড়েছে চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের তৈরি করা ”নৌকার প্রচার মঞ্চ” খ্যাত ভ্রাম্যমান নৌকা।
জানা যায়, চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতির নিয়ন্ত্রন বৃহৎ দুইটি গ্রুপে বিভক্ত। একটি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিটি মেয়র প্রয়াত আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী। যেটি বর্তমানে নিয়ন্ত্রণ করছেন তাঁর পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুর হাসান চৌধুরী নওফেল। অপরটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মহিউদ্দিন গ্রুপ হিসেবেই নগরে পরিচিত। নগরের রাজনীতিতে দুইজন বিপরীত হলেও নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় সবচেয়ে বেশি সক্রিয় আছেন আ.জ.ম. নাছির উদ্দীন ও তাঁর অনুসারীরা। এছাড়াও প্রচারণায় অংশ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় একাধিক নেতা এবং নগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
সবচেয়ে আকর্ষণীয় প্রচরণা ছিল, নজরুল ইসলাম খোকনের ভ্রাম্যমান নৌকা। সাধরণত জনগণ এতোদিন দেখেছে নৌকা পানিতে চলতে কিন্তু এবার দেখেছে স্থলপথে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে নৌকা। সেখান থেকে বিতরণ করা হচ্ছে লিফলেট, সরকারের বিভিন্ন উন্নয়মুলক কর্মকান্ডের ফিরিস্তি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে মহিউদ্দিন বাচ্চুকে বিজয়ী করতে জনগণের প্রতি অনুনয় বিনয় করে ভোট চাওয়া হচ্ছে। ডিজিটাল মাধ্যমে প্রচার করা হচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজের গল্প। এই নৌকায় করে প্রচাণায় অংশ নিতে বা এই নৌকা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ভীর করেছেন বলেও জানা গেছে।
গত ২৩ জুলাই নগরীর লালখান বাজারে স্থাপিত নৌকা প্রতিকের অস্থায়ী প্রধান নির্বাচনী কার্যালয়ে ভ্রাম্যমান নৌকায় প্রচারণা উদ্বোধন করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু। এসময় উপস্থিত ছিলে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, নৌকার প্রচার মঞ্চের নির্মাতা চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো -শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বায়োজিদ থানা শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিক, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক রাশেদ সোলেমান, বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সরকার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু আহামদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ইকবাল ও চট্টগ্রাম অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ইউসুফ সহ অসংখ্য নেতৃবৃন্দ। উদ্বোধনের পর এটি নিয়ে প্রচারণা চালিয়েছেন মহিউদ্দিন বাচ্চুর পরিবারের একাধিক সদস্য ও নগর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এব্যপারে নৌকার প্রচার মঞ্চের নির্মাতা চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো -শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের সমাবেশের প্রাক্কালে প্রচারণার জন্য একটি গাড়ির চেসিসের ওপর ”নৌকার প্রচার মঞ্চ” হিসেবে সম্পুর্ণ নিজস্ব অর্থায়নে এই ভ্রাম্যমান নৌকাটি আমি তৈরি করি। সেসময় পুরো চট্টগ্রাম জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল, নেতাকর্মীদের চাঙ্গা করতে এটা ঔষধের মতো কাজ করেছে। সেই থেকেই আমি নৌকাটি রেখে দিয়েছি। যখনই কোথাও প্রচারের প্রয়োজন হয় আমি এটি নিয়ে সেখানেই চলে যাই। কক্সবাজারে প্রধানমন্ত্রীর সমাবেশের প্রচার করতে চট্টগ্রাম থেকে সড়ক পথে এটি চালিয়ে নিয়ে ওখানে প্রচার চালিয়েছি। কিছুদিন আগে চট্টগ্রাম ৮ আসনের নির্বাচনী প্রচারণায়ও এটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এখন চট্টগ্রাম ১০ আসনের নির্বাচনী প্রচারণায় এটি দেখতে ভীর জমাচ্ছে জনসাধারণ। আশা করছি জাতীয় নির্বাচনেও এটি নিয়ে আমাদের প্রচারণা চলবে।
এছাড়াও তৃণমুল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), জাতীয় পার্টির মো. সামসুল আলম (লাঙ্গল) প্রতিকে ভোট টানতে নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব আছেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া)। গত তিনটি সংসদ নির্বাচনে নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৪ জুলাই, বাছাই ৬ জুলাই, আপিল দায়ের ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১১ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ১৩ জুলাই। ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে এক হাজার ২০১টি ভোট কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ইভিএমে, কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট