ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জুড়ীতে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩১-৭-২০২৩ দুপুর ৩:৩১
মৌলভীবাজার জেলার জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার টি এন খানম সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
 
উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহি উদ্দিন ভূঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। 
 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদ হাসান, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধন সূত্র ধর, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ,  নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রায়, শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথ, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলমোহন দাশ, দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক উদ্দিন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি রানী দাশ, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী দাশ, পশ্চিমবড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ছইফ উদ্দিন, মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহকারী শিক্ষক ফখর উদ্দিন, বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শহীদ প্রমুখ।
 
ফাইনালে বালকদের  খেলায় দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের খেলায় পশ্চিম বটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়  ৪-২ গোলে সামস উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

এমএসএম / এমএসএম

নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি

রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি

পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর

সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া

নাচলে মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত