ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিক সমাবেশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-৭-২০২৩ বিকাল ৫:২
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঢাকা প্রতিদিনের বিরুদ্ধ ধারাবাহিক ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। 
৮'ম ওয়েজবোর্ডের আওতায়ভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলামের লুটপাট ও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ,অঢেল সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি'র তালিকাভুক্তি বাতিলে কুটকৌশল করে যাচ্ছে । উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও সচল হলে, কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম প্রানণাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক সমাজ ৩১ জুলাই (সোমবার) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করেন।
 
সভায় ঢাকা প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. জুবায়ের সিদ্দিকী'র সভাপতিত্বে ও ষ্টাফ রিপোর্টার আশরাফ আহমেদ'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক ঢাকা প্রতিদিন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও বিশেষ প্রতিনিধি মো. সোহাগ আরেফিন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সকালের সময়'র চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টু, দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুল মতিন চৌধুরী রিপন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  সাংবাদিক নজরুল ইসলাম, হাবিবুর রহমান সুজন, আব্দুর রহিম, শহিদুল ইসলাম, ঝুমুর আক্তার,  জসিম উদ্দীন,  রুপম দত্ত, ইসমাইল ইমন, ইসমাইল চৌধুরী, আব্দুস ছাত্তার টিটু, মো. মিনহাজ, মো. জাবের বিন রহমান আরজু, তৌকির উদ্দিন আনিছ, মিজানুর রহমান, হাবিবুল্লাহ মিজবাহ, মো. আরাফাত, ইলিয়াস ভুঁইয়া, ইব্রাহিম খলিল, মো. শাহাদাত, আব্দুল কাদের, আশিকুর রহমান, আলমগীর, রুবেল, আশরাফ উদ্দিন, তানভীর ও সাইফুদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।  প্রভাবশালী এই কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে চট্টগ্রাম সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত