ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বেড়েছে ইমো হ্যাকার: বিকাশ ও নগদ এ্যাপসে প্রতারণা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ৩:৮

ইমো একাউন্ট হ্যাক করে সাহায্যের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে বেশ কয়েকটি প্রতারক চক্র। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও এমন হ্যাকিংয়ের ঘটনা ঘটায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী। বিকাশ ও নগদ একাউন্টসহ বিভিন্ন মাধ্যমে শুধু দেশেই নয় প্রবাসীদের কাছ থেকেও অর্থ আদায়ের ঘটনায় আতঙ্কে ক্ষতিগ্রস্থ পরিবার। সম্প্রতি ইমো হ্যাকিং করে অর্থ আত্মসাতের ঘটনায় চট্টগ্রামের চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন এক নারী। 
অভিযোগ উঠেছে, বিভিন্ন চক্র ইমো একাউন্ট ব্যবহারকারীদের টার্গেট করে দ্রুততার সঙ্গে অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এদিকে ইমো ব্যবহারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে এড়াতে গিয়ে এখন নিজেদের পরিবারই বিপদে পড়ছে। কারণ ইমো ও হোয়াটস এ্যাপ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই আছে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বিভিন্ন মোবাইল অপারেটরের ভয়েস কল রেকর্ড করায় অপরাধীরা ইমোর আশ্রয় নিয়েছে। হোয়াটস এ্যাপ ও ইমোর মাধ্যমেই সকল প্রকার গোপনীয় তথ্য ও কথোপকথন চালিয়ে আসছে। যা বিটিআরসি রেকর্ড করতে পারছে না। এমনকি অপরাধীরাও স্বাচ্ছন্দে এসব এ্যাপস ব্যবহারের মাধ্যমে অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। 
আরো অভিযোগ রয়েছে, ইমো একাউন্ট হ্যাক করে ইমো ব্যবহারকারীদের তালিকা নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে বিভিন্ন চক্রের সদস্যরা। ইমো ব্যবহারকারী এক মহিলা সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটে অভিযোগের পর সাইবার ইউনিটের নজরে আসে। চকবাজার থানায় মামলা দায়েরের পর মাঠে নামে সাইবার ইউনিট। বেরিয়ে আসে অপরাধীদের নানা তথ্য ও প্রতারণার কৌশল।  
চকবাজার থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক মহিলা গত ২৩ জুলাই ডিজিটাল নিরাপত্তার সাইবার অপরাধে একটি মামলা(নং-১২, তারিখ-২৩/৭/২৩) দায়ের করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/২৪(২)/৩৪(১)/৩৫ ধারায় মামলাটি দায়ের হয়েছে। মামলার তদন্তভার কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার  ইউনিটকে দেওয়া হয়েছিল।  সে অনুযায়ী ঘটনার তদন্ত শেষে মোবাইল ও সীমসহ ৫ জনকে আটক করে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার বিভাগ সূত্রে জানা গেছে, চকবাজার থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর তদন্ত শুরু হয়। ইমো একাউন্ট ব্যবহার করা অপরাধীদের সনাক্ত করা হয়। এরপর কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি মোহাম্মদ লিয়াকত আলী খান ও  এডিসি আসিফ মহিউদ্দিনের নির্দেশনায় একটি টিম গঠন করা হয়। টিমটি পাবনার ইশ^রদী থানা এলাকা হতে গত ২৮ জুলাই আরিফুল ইসলামকে প্রথমে আটক করে। আরিফুলের তথ্য অনুযায়ী একই এলাকা থেকে শিমুল হোসেনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চক্রের আরেক সদস্য সাহাবুল ইসলাম প্রকাশ সাহাবুলের নাম। সাহাবুলকে আটক করা হয় নাটোরের লালপুর থানা এলাকা থেকে। একইসঙ্গে ইব্রাহীম হোসেন প্রকাশ বাপ্পি ও  হৃদয় হাসান প্রকাশ শাহীনকেও সাহাবুলের তথ্যের ভিত্তিতে আটক করে চট্টগ্রাম নিয়ে আসা হয়। আটকৃতদের তথ্যে সত্যতা পাওয়ায় ও অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে চকবাজার থানায় সোপর্দ করে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। 
এ ব্যাপারে কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার(এডিসি) আসিফ মহিউদ্দিন সকালের সময়ের প্রতিবেদককে বলেন, মহিলাদের টার্গেট করে হোয়াটস এ্যাপ ও ইমো হ্যাঁক করেই অপরাধীরা সক্রিয় হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত