ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বাড়ির ছাদে মুক্তা চাষে সফল উদ্যোক্তা অভয়নগরের আব্দুর রহমান


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ২:৫৬
যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামে বাড়ীর ছাদে মুক্তা চাষ করে সফলতা অর্জন করেছেন কলেজ পড়ুয়া ছাত্র আব্দুর রহমান। উপজেলার এক্তাপুর গ্রামের এক হত দরিদ্র পরিবারের সন্তান আব্দুর রহমান।পিতা কবির হাসন মিল শ্রমিক হিসাবে কাজ করে অভাব অনাটনের সংসার পরিচালনা করতেন।
জানা যায়,২০২১ সালে করোনা মহামারির সময় সবাই যখন ঘরবন্দি ছিল ঠিক তখন শ্রমিক বাবাক সংসারে সহযোগিতার জন্য কিছু একটা করার পরিকল্পনা করেন আব্দুর রহমান।রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র থাকা কালীন। ইউটিউবে মুক্তা চাষের ভিডিও দেখে উৎসাহিত হয় সে। সেখান থেকে প্রাথমিক ধারণা নিয়ে দেশের বিভিন্ন এলাকার মুক্তা চাষের খামার পরির্দশন ও খামারিদের পরামর্শে বাড়ীর পুকুরে অল্প কিছু মুক্তা দিয়ে পরিক্ষামূলক ভাবে চাষ শুরু করে। ফলাফল ভাল হওয়ায় বাণিজ্যিকভাবে বাড়ির ছাদে পানির হাউজ করে প্রথমে ৫০০ ঝিনুক দিয়ে মুক্তা চাষ শুরু করেন। আর তাতেই আসে অভাবনীয় সফলতা। অভাব অনাটনের সংসার জেগে উঠে আশার আলোয়।এরপর ঝিনুকের (মুক্তা) সাথে রঙ্গিন মাছের চাষ শুরু করেন তিনি। রঙ্গিন মাছের সাথে বানিজ্যিকভাবে মুক্তা চাষ করে বেকারত্ব দূর করে রিতিমত এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এ আর এগ্রো ফার্মিং মুক্তা চাষ ট্রেনিং সেন্টার খুলে অনেক বেকার যুবকদের প্রশিক্ষন দিয়ে কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন এই যুবক। ৫০০ ঝিনুক থেকে এখন তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার এর মত। গত ৩ মাস আগে ঝিনুকের পাশাপাশি একই হাউজ কাজে লাগিয়ে আরো কিছু করার চিন্তা থেকে ছাদের জ্বলাশয় পরিক্ষামুলকভাবে ছাড়েন রঙ্গীণ মাছ। এক্ষেত্রেও দেখা দেয় বড় ধরনের আর্থিক আয়ের সম্ভাবনা। এখন প্রতিমাসে কয়েক হাজার টাকার মুক্তা বিক্রি করেন তরুন এই উদ্যাক্তা। বর্তমানে নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয় উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুর রহমান।পড়ালেখার পাশাপাশি বাড়ির ছাদে মুক্তা ও রঙ্গীন মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে আসা বেকার যুবকদর প্রশিক্ষন দিয়ে এ কাজে উৎসাহিত করছেন তিনি। 
তরুণ এই উদ্যোক্তা জানান,নতুন কিছু করার তাড়না থেকে ইউটিউব দেখে মুক্তা ও রঙ্গীন মাছ চাষ শুরু করেছিলাম। এখন আমি দেশের নামকরা বেশকিছু  প্রতিষ্ঠানে গোল ও ডিজাইন মুক্তা সাপ্লাই করে থাকি। বিভিন্ন এলাকা থেকে আসা উৎসক বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে আসছি। তিনি আরও বলেন, সরকারী ভাবে কোন আর্থিক সাহায্য সহযোগীতা পেলপ মুক্তা ও রঙ্গিন মাছের খামার আরও প্রশস্ত করতে পারব। এতে করে অনেক বেকার যুবকের কর্মসংস্থার ব্যবস্থা হবে এবং উৎপাদনকৃত মুক্তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের উজ্জল সম্ভাবনা রয়েছপ। ইতোপূর্বে আমি বিভিন্ন দেশ থেকে প্রবাশিদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। 
আব্দুর রহমানের বাবা কবির হাসন জানান,ছেলের এমন ব্যতিক্রমী কর্মকান্ড প্রথম থেকে সহযোগিতা করছি,এখন আলহামদুলিল্লাহ তার সুফল ভোগ করছি। বাড়ির ছাদে রঙ্গীন মাছের সাথে কিভাবে মুক্তা চাষ হয় সে বিষয়টি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ছুটে আসেন। 
খুলনা দৌলতপুর থেকে প্রজেক্ট দেখতে আসা আমিনুর রহমান বলেন,বেকার যুবকরা এ পদ্ধতি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। 
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান,নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের এমন নতুন নতুন উদ্ভাবনী আমরা প্রত্যাশা করি। উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে আমরা তার পাশে থেকে তাকে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করে যাবো এবং এ ধরনের কার্যক্রমে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করবো।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেফতার

কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বিউটিফিকেশন ও যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত

গত ১৫ বছরে আওয়ামীলীগ সবই ধ্বংস করে দিয়েছে, আলহাজ্ব ফখরুল ইসলাম

কুড়িগ্রামে তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত

শেকৃবিতে 'জুলাই স্মৃতিচারণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

সিংগাইর হাটে জমে উঠেছে শীতের গরম কাপড় বেচাকেনা

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার