ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জনসেবায় নিরালসভাবে কাজ করে যাচ্ছেন ওসি আব্দুল খালেক


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ৩:২৮
থানায় যোগদানের পর থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম পিপিএম-বার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও দামুড়হুদা সার্কেল) জাহাঙ্গীর আলমের নির্দেশো মেনে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও মানুষের কল্যাণে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক। 
 
সততা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে দামুড়হুদা মডেল থানা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সর্বসাধারণের কাছে। তিনি ইতোমধ্যেই দলমত নির্বিশেষে দামুড়হুদাবাসীকে সাথে নিয়ে ও থানা পুলিশের টিম নিয়ে সব ধরনের অপরাধ বন্ধ ও ডাকাতি, খুন, যখম, মাদকমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থার প্রতীক হিসেবে সুনাম কুড়িয়েছেন।
 
‍আলাপকালে ওসি আব্দুল খালেক সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে বলেন, কোভিড-১৯-এর প্রাদুর্ভাব ঠেকানোর জন্য দামুড়হুদা উপজেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থানসহ মানবসেবায়ও তিনি পিছিয়ে নেই। কখনো অসহায়-এতিমদের পাশে, কখনো গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে, কখনো ছিন্নমূল মানুষের পাশে থেকে সুনাম অর্জন করেছেন। পুলিশের ভাবমূর্তি ও দামুড়হুদা মডেল থানার ভেতরে সব ধরনের দালালমুক্ত ঘোষণা করার কারণে কিছু স্বার্থন্বেষী মহল, অসাধু, দুষ্কৃতকারী, বাটপার ও মাদকসেবী তার সুনাম নষ্ট করার জন্য পা‍ঁয়তারা চালাচ্ছে।
 
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক এলাকাবাসীর সহযোগিতা কামনা করে জানান, মাদক একটি দুরারোগ্য ব্যাধির মতো। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় দামুড়হুদা মডেল থানা পুলিশও বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের (পিপিএম) নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নসহ বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। ‍এর পরিপ্রেক্ষিতে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দামুড়হুদা থানা পুলিশ।
 
দামুড়হুদা থানাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে বাঁচাতে দামুড়হুদা থানার প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয়দাতাসহ মাদকসেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে আপনাদের সহযোগিতা থানা পুলিশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। পাশাপাশি তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করবে থানা পুলিশ। আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধের সংবাদ আমাকে জানান। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আইনগত ব্যবস্থা নেয়া হবে। তথ্য দিন সেবা নিন। সকলের আন্তরিক সহযোগিতায় কামনা করছি। 

এমএসএম / জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন

লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল

ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার

মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা

ভূঞাপুরে আধুনিক পশুপালন নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বর্ণিল উদ্বোধন

জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা