উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে যেতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ও ছাত্র বিষয়ক পরিচালক দপ্তরের সার্বিক সহযোগিতায় ‘কেইউসিসি এডুকেশন এক্সপো ১.০’ অনুষ্ঠিত হয়। ২০ আগস্ট (রবিবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই এডুকেশন এক্সপো উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের চতুর্থ তলায় আয়োজিত এই এডুকেশন এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দক্ষ দেশপ্রেমিক জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেভাবেই গড়ে তোলা হচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানের উন্নয়ন ঘটছে। শিক্ষার্থীরা এখন শিক্ষা ও গবেষণার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও আগ্রহী। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, যে সকল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তাদের জন্য এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই সুন্দর আয়োজনকে স্বাগত জানাই। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে এই এডুকেশন এক্সপো আয়োজনের জন্য এবং এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ এডুকেশন এক্সপোতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দেশভিত্তিক ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যেখানে ওই দেশসমূহে উচ্চশিক্ষা বিষয়ক যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা হয়। এর পাশাপাশি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দিনব্যাপী উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা