ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা দাবী,চাঁদাবাজ গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-৮-২০২৩ বিকাল ৫:১৮
রাজধানীর মোহাম্মদপুরে এক জার্মান প্রবাসির নির্মানাধীন বাড়িতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করায় গ্রেফতার হয়েছে চাঁদাবাজ চক্রের এক সদস্য। রবিবার (২০ আগষ্ট) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে চক্রের এক সদস্যকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতের নাম- মোস্তফা কামাল (৩৮)।এজহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ৫ নম্বর রোডে জার্মান প্রবাসি মিয়া সোহেল (৪০) ৬ কাঠার ওপর একটি জমিতে বাড়ির কাজ করছে। গত ৩ আগষ্ট মোস্তফা কামাল সহ ১০-১৫ জনের একটি দল নির্মানাধীন বাড়িটিতে গিয়ে ভাঙ্গচুর চালিয়ে প্রজেক্টে দায়িত্বরত ইঞ্জিনিয়ার ও মিস্ত্রীকে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় প্রজেক্টে কর্মরত ইঞ্জিনিয়ার নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে কেন জিজ্ঞেস করলে, তারা নিজেদের স্থানীয় লোক বলে পরিচয় দেয় এবং তাদেরকে চাঁদা না দিয়ে চাঁদ উদ্যান এলাকায় কেউ বিল্ডিং করতে পারে না বলে জানায়। তখন চাঁদাবাজ চক্রটি তাদের হুমকি দিয়ে বলে যায়, বিশ লাখ টাকা চাঁদা না দিলে তারা যেন বাড়ির কাজ বন্ধ রাখে। না হয় অস্ত্র-শস্ত্র সহ এসে তাদের হত্যা করে ফেলবে। এ ঘটনায় জার্মান প্রবাসীর মামা মিজানুর রহমান (৪৮) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত করে আজ (রবিবার) বিকেলে চাঁদ উদ্যান এলাকা থেকে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
 
স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন যাবৎ মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি চক্র নির্মানাধীন বাড়িতে চাঁদাবাজি করে আসছিলো। কেউ তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের মারধরসহ নানা রকম হুমকি দেওয়া হতো। এ জন্য ভয়ে কেউ মুখ খুলতো না। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানান স্থানীয় বাসিন্দারা।
 
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক  জানান, এ ঘটনায় আমাদের থানায় একটা অভিযোগ দায়ের করেছে। পরে ঘটনার তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে রুজু করা হয়। আজকে এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
 
এ বিষয় মোহাম্মদপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল সকালের সময়কে, বলেন এই চাঁদাবাজ, মোস্তফা কামাল বেশকিছু দিন যাবত পালিয়ে ছিলো,তখন আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের মাধ্যমে গ্রেফতার করতে সখ্যম হই। রিমান্ডে আনা হবে কি-না এমন প্রশ্নে এস আই বলেন,মামলা তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে পারছি না, আরো বেশ কিছু আসামি রয়েছে এই মামলায। তাদেরকেও আমরা গ্রেফতার করার পরে  এ বিষয়  বলতে পারবো।

এমএসএম / এমএসএম

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস