পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আপন মামাকে জখম করলেন ভাগিনারা
শরীয়তপুর জেলার সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন বয়াতি এবং তার বোন এবং ভাগিনাদের সাথে সম্পত্তি নিয়ে বহুদিন যাবদ ঝামেলা বা বিবাদ চলে আসছে।ঝামেলার জের ধরে গত ১২/০৮/২০২৩ইং তারিখে আনুমানিক দুপুর ১২ টায় পালং মডেল থানাধীন স্বর্নঘোষ সাকিনস্থ ভুক্তভোগীর বসতবাড়ীর নিকটস্থ ভুক্তভোগীর নিজ মালিকানাধীন সম্পত্তিতে অবস্থান কালে আসামি পলাশ খান (৩৫) নাদিমুল হাসান রাবিব (২২) ও কাওছার আহমেদ শিশিরও তার পরিবার পরিজনদের সাথে জমি পরিমাপ সংক্রান্ত কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীগন ভুক্তভোগী গিয়াস উদ্দিন বয়াতি (৬৬) কে দেশীয় অস্ত্র, লাঠি এবং লোহার রড দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে নৃশংস ভাবে আঘাত করে।অভিযুক্ত পলাশ খানের হুকুমে সেখানে উপস্থিত থাকা অভিযুক্ত পক্ষের চিহ্নিত এবং অজ্ঞাত মিলে প্রায় ১২-১৩ জন মিলে ভুক্তভোগী গিয়াস উদ্দিন বয়াতি'কে বেধড়ক মারধর করে এবং প্রাণ নাসের চেষ্টা করে বলেও জানান ভুক্তভোগীর বড়ো মেয়ে খাদিজা সুলতানা (৩০)।অভিযুক্ত পলাশ খান উক্ত সময়ে উত্তেজিত হয়ে রড দিয়ে ভুক্তভোগী গিয়াস উদ্দিন বয়াতি কে হত্যার উদ্দেশ্য স্ব জোরে আঘাত করলে উক্ত আঘাত গিয়াস উদ্দিন বয়াতির মাথার পেছনে লেগে মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হয় বলেও জানা যায়।
গিয়াস উদ্দিন বয়াতির কোনো পুত্র সন্তান নেই, তার দুই কন্যা সন্তানের মধ্যে বড়ো মেয়ে খাদিজা সুলতানা (৩০) বৈবাহিক সূত্রে ঢাকায় থাকেন এবং ছোট্ট মেয়ে গোপালগঞ্জে।
গিয়াস উদ্দিন বয়াতি কে হাসপাতালে নিয়ে গেলে বাসা খালি থাকার সুবাদে গিয়াস উদ্দিন বয়াতির বাড়িঘর কুপিয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলেও অভিযোগ উঠেছে
পিতার এমন দূরাবস্থার কথা শুনে তার বড়ো মেয়ে খাদিজা সুলতানা ঢাকা থেকে ফিরে ১২/০৮/২০২৩ তারিখে বাদী হয়ে শরীয়তপুর পালং মডেল থানায় মামলা করতে গেলে প্রথমে মামলা নিতে অনাগ্রহ প্রকাশ করেন থানার ভারপ্রাপ্ত ওসি আক্তার হোসেন, এবং সালিসির মাধ্যমে মিমাংসা করার পরামর্শ ও দেন। পরবর্তীতে অনুরোধ করার পড়ে ১৩/০৮/২০২৩ ইং তারিখে ৮ জন চিহ্নিত এবং ৪ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন খাদিজা।
অভিযুক্তদের মধ্যে চিহ্নিত আট জন হলো ১। পলাশ খান (৩৫) ২। নাদিমুল হাসান রাবিব (২২) ৩। কাওছার আহমেদ শিশির (২৭) ৪। খলিলুর রহমান শিকদার (৫০) ৫। হোসনে আরা বিনু (৪২) ৬। জাহানারা বেগম ৭। শাহানারা বেগম ও ৮। মাসুদা আক্তার কলি সহ অজ্ঞাত অন্ততঃ ৮ জন
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত পলাশ খান কে গ্রেফতার করে এবং কোর্টে শুনানিতে মঙ্গলবার ২২/০৮/২০২৩ আসামিপক্ষ জামিনের আবেদন করলে জামিন আবেদনে সারা দেয়নি ভারপ্রাপ্ত বিচারপতি।
তবে অভিযোগকারী খাদিজা সুলতানা অভিযোগ করেও জেনো আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযুক্তদের মধ্যে কেউ বা সরকারি কর্মকর্তা, কেউবা আবার রাজনৈতিক প্রভাবশালী বলেও জানান তিনি।
তার দাবী আসামীদের উপযুক্ত শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা।
দৈনিক সকালের সময় কে দেয়া সাক্ষাৎকারে তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিচারের দাবী জানান। তিনি আরো জানান অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় হাসপাতাল থেকে তার বাবার ডাক্তারি রিপোর্ট শতভাগ সঠিক ভাবে পাওয়া নিয়েও সন্দিহান তিনি। তাই বিচারপতি এবং জেলা প্রশাসনের দিকে মিনতি দৃষ্টিতে তাকিয়ে ভুক্তভোগী পরিবার।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ