ঢাকা মেডিকেলে রোগী নিয়ে দালালদের মারামারি

ঢাকা মেডিকেলে দালালদের দৌরাত্ব বেড়েই চলেছে। শিশু চুরিসহ রোগী নিয়ে মারামারি হরহামেশাই ঘটে ঢাকা মেডিকেলের বাগান গেটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা রোগীরা এসব দালালদের খপ্পরে পড়ে আর্থিক ক্ষতিগ্রস্ত, শারীরিক লাঞ্ছনাসহ কম খরচে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলের বাগানগেট ও ইমার্জেন্সি গেটে রোগীর দখল নিতে দালালদের দুই গ্রুপে ধাওয়া- পাল্টা ধাওয়া এমনকি সংঘর্ষে অনেকেই আহত হওয়ার ঘটনাও ঘটেছে। খবর নিয়ে জানা গেছে ঢাকা মেডিকেলে দালাল সিন্ডিকেটের মুল হোতা সাবিত গ্রুপ এবং রাশেদ - হেদায়েত গ্রুপ।
সাবিত গ্রুপ এবং রাশেদ গ্রুপ মোহাম্মদপুর এর সন্ত্রাসী আবদুল্লাহ এর লোকজন নিয়ে ঢাকা মেডিক্যাল এর ইমারজেন্সি, এন আই সি ইউ ২১১ নম্বর ওয়ার্ড, এবং ২১২ নম্বর ওয়ার্ড নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য ২১২ নম্বর ওয়ার্ড এর ওয়ার্ড বয় রাসেল, সবুজ, টিটু, মিজান, ওটিবয় আহাদ, নয়ন, শিপন ওরা দালাল রাশেদকে আই সি ইউ রোগী সরবরাহ করে। রাশেদ এবং ২১২ নম্বর ওয়ার্ড এর ওয়ার্ডবয় সবুজ, রাসেল ঢাকা মেডিক্যাল এর চানখারপুল এ অবস্থিত একটিভ ব্লাড ব্যাংক এবং ডায়াগনস্টিক এর শেয়ার পার্টনার। ঢাকা মেডিকেল থেকে রোগীদের জিম্মি করে ব্লাড এবং টেষ্টের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এই দালাল সিন্ডিকেটের মুল হোতা রাশেদ ও ২১১ এন আই সি ইউ ওয়ার্ড এর ওয়ার্ডবয় রাজীব। যেসব রোগী ঢাকা মেডিকেল এ সিট পায় না, তাদেরকে ওয়ার্ড বয় রাজীব ৫০ শতাংশ কমিশনের বিনিময়ে সাবিত এবং রাশেদ হেদায়েত এর কাছে বিক্রি করে দেয়।
মারামারিতে পিছিয়ে নেই ঢাকা মেডিকেলের মহিলা দালালরাও। এর আগে গত ৫ ডিসেম্বর ২০২২ ইং আনুমানিক সকাল সাড়ে ১১টার সময় বহির্বিভাগ থেকে রোগী ভাগাভাগিকে কেন্দ্র করে লূৎফা বেগম, পেয়ারা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করেন। পেয়ারা বেগম হাসপাতালে ভর্তি হন এবং থানায় অভিযোগ করেন।
অনুসন্ধানে আরো জানা যায়, ঢাকা মেডিকেলের প্রত্যেকটা বিভাগেই দালালদের রামরাজত্ব চলছে। বহির্বিভাগের দালাল লুৎফা, পেয়ারা, জবু, আকলি, পেয়ারা , জুলেখা, ,নীলু ,ময়না ১, ময়না- ২, ৩১৪ নং ওয়ার্ড এর সাহিদা, মমতাজসহ নাম না জানা আরো অনেকে। ইমারজেন্সি গেটে দালাল জানু, রানু, রেখা ,পান্না,বাবলী, সাহাতন, মনিরা, হান্নান,সবুজ,ইমার্জেন্সি টলিম্যান অপু, ওয়ার্ডবয় নাজমুল হোসেন,ইব্রাহীম বকাউল, ওয়াসেক ওয়ার্ডবয় মজনু, রওশন,মমিন, শাওন,স্বজল, আরিফ সহ নাম না জানা অনেকে।বাগান গেটে মুরাদ,সাদ্দাম,ড্রাইভার বিল্লাল, দুলাল, ,সাইমন,মনির, কাসেম,হেদায়েত, সাবিত,শুভ, মহিউদ্দিন মাহী(বরিশাল),আউটডোর স্পেশাল সামির, সহ নাম না জানা আরও অনেকে।
রোগী নিয়ে মারমারির বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেলের আনসার কমান্ডার (পিসি) মোঃ উজ্জল দৈনিক সকালের সময়'কে বলেন রবিবার আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় বাগান গেটে সংঘবদ্ধ একটি চক্র রাকিবুল নামে একজনকে মারধর করেন এবং তার কিছুক্ষণ পরে রাকিবুল তার লোকজন নিয়ে ইমার্জেন্সি গেট এর সামনে নাদিমকে মারধর করেন।পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী ওখানে আসলে আর কোন মারামার হয়নি বলে জানা যায়।
পর রোগী ভাগাভাগিকে কেন্দ্র করে দালালদের দুই গ্রুপের মারামারির বিষয়ে মন্তব্য জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হকের সাথে সাক্ষাৎ করলে তিনি দৈনিক সকালের সময়কে বলেন, 'আনসার ও পুলিশ বাহিনীর ইনচার্জ উভয়েই বিষয়টা আমাকে বলেছে। তবে এখন পর্যন্ত আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, দালাল পুরুষ বা মহিলা যেই হোক না কেন তাদের কোন ছবি থাকলে সেগুলো দিয়ে সহযোগিতা করুন আমরা ব্যবস্থা নিব।
Sunny / Sunny

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ত্বরান্বিত হয়
