ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

প্রবাসীর বাড়ির আসবাপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ২:১৪
সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানাধীন ধুবিল ইউনিয়নের ধুবিল মেহমানশাহী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর বাড়ি থেকে আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মো. মুক্তার হোসেন গংদের বিরুদ্ধে। 
 
এ ঘটনায় রাজেদা খাতুন(৪৬) নামে এক গৃহবধূ সলঙ্গা থানায় বুধবার (৩০ আগস্ট) ৪ জনকে বাদী করে একটি  লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলেন,ধুবিল মেহমানশাহী গ্রামের মৃত আছের আলী মন্ডলের ছেলে মুক্তার হোসেন(৫০),মুক্তার হোসেনর স্ত্রী স্কুল শিক্ষিকা বিজলী খাতুন(৪৫),মৃত আব্দুর রহিমের ছেলে শাহ আলম(৩৫),গোলাম হোসেন এর ছেলে লিখন(২৫)।
 
সলঙ্গা থানায় লিখিত অভিযোগ ও অভিযোগ কারী সূত্রে জানাযায়,অভিযোগ কারী রাজেদা খাতুনের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।উক্ত বিরোধের জের ধরে রাজেদা খাতুনের স্বামী আলমগীর হোসেনসহ সকল বিবাদীগন রাজেদা খাতুনকে অহেতুক বিষয় নিয়ে শারীরিক ও মানুসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। এঘটনায় বিজ্ঞ আদালতে  যৌতুক মামলা দায়ের করেন ভুক্তভোগী।মামলায় ১ নং বিবাদী হাজির হলেও ভুক্তভোগীর স্বামী হাজির হয় না। বিজ্ঞ আদালত মামলার বাদিকে স্বামীর বাড়িতে মৌখিক ভাবে থাকার জন্য বলে।আদালতের মৌখিক জবান অনুযায়ী বাদি রাজেদা খাতুন ২৯ আগস্ট মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে তার বসৎ বাড়িতে এসে দেখে উপরোক্ত সকল বিবাদীরা পরস্পর যোগসাজশে পর্ব পরিকল্পিত ভাবে তার ঘরের তালা ভাঙিয়া ঘরের ভিতর থাকা তিনটি খাট,দুইটি ওয়ারড্রব,একটি আলমারি,একটি ফ্রিজ,দুটি ডেসিল টেবিল,একসেট ছোফাসেট,একটি ডাইনিং টেবিল,একটি পানির মটর, রাইস কুকার,পেসার কুকার,গ্যাস সিলেন্ডার,ছয়টি চেয়ার ব্রেঞ্চ,ওয়ারড্রবের ভিতরে থাকা নিত্যপ্রয়োজনিয় জিনিসপত্র,দুই ভোরী সোনার গহনাসহ আরো অনেক আসবাবপত্র চুরি করে অন্যত্র সরিয়ে ফেলে।
 
বাদী বলেন,আমাকে বসত বাড়িতে দেখে বিবাদীগন ৩০ আগস্ট বুধবার সকাল  আনুমানিক ১০ ঘটিকার সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে এঘটনায় আমি বাদী হয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।এ বিষয়ে সলঙ্গার ওসি এনামুল হক বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, থানা পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত