ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা মোহাম্মদপুরে

সুরের ধারার জমিপ্রাপ্তির অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১-৯-২০২৩ রাত ১১:২৭
সিগ্ধতার প্রতিচ্ছবিময় সুরের ধারার বৃক্ষরোপণ উৎসব অথবা আনন্দ আয়োজনে সুরের ধারার বৃক্ষরোপণ উৎসব উপলক্ষ্যটা ছিল বৃক্ষরোপণের। মৃত্তিকার বুকে গাছের চারা লাগানোর সে উপলক্ষ  ঘিরে অনুষ্ঠিত হলো বর্ণিল এক আয়োজন। গানের সুরে, কবিতা কিংবা নাচের নান্দনিকতায় স্নিগ্ধ  আবহ সৃষ্টি হলো বৃক্ষরোপণ উৎসবটিতে। 
বয়ে গেল এক প্রকৃতি আবাহনের হৃদয়স্পর্শী আনন্দ- উৎসব।মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন  রামচন্দ্রপুরে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার জমিপ্রাপ্তির উদ্যাপনে অনুষ্ঠিত হয় এ উৎসব। প্রতিষ্ঠানটির নতুন ভবন নির্মাণে জমিটি প্রদান করার জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও অংশ হয়ে ওঠে আয়োজনটি। মাটিতে দেবদারু, মহুয়া, নাগলিঙ্গম, অশোকসহ নানা প্রজাতির বৃক্ষ বুনে অতিথিরা শরিক হন এ উৎসবে। শেফালি ও কুরচি ফুলের গাছ রোপণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।  ভিন্নধর্মী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। এ-সময় মঞ্চ থেকে থেকে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন,মৃত্তিকার বন্দনায় রবীন্দ্রনাথের গীতবাণীকে সঙ্গী করে সকলে গেয়ে শোনায় মরু বিজয়ের কেতন উড়াও  শূন্যে হে প্রবল প্রাণ ধূলিরে ধন্য করো করুণার পুণ্যে হে  কোমল প্রাণ .. আর  সেই সুরের টানে বিশাল আঙিনার মাঠ থেকে নৃত্য পরিবেশন শুরু করে মঞ্চের চারপাশ প্রদক্ষিণ করে কয়েকশত শিশুশিল্পী। এরপর সুরের ধারার চেয়ারম্যান ও  অধ্যক্ষ প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা অতিথিদের নিয়ে মঞ্চে  প্রদীপ প্রজ্বলন করেন। অতিথিদের সেই তালিকায় সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ছোট মেয়ে  শেখ রেহানা। বিশেষ অতিথি  হিসেবে বৃক্ষরোপণ ও আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা,  সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম শাহিনুজ্জামান। অতিথিদের আলোচনার ফাঁকে ফাঁকে ছিল গান-কবিতার সাংস্কৃতিক পরিবেশনা। 
আগত অতিথির বক্তব্যে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এই দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের স্থায়ী ঠিকানায় প্রথম উৎসব করছে সুরের ধারা। বৃক্ষনির্ভর এ উসবের মাধ্যমে আমরা প্রাণের কথা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরও শান্তি নিকেতনের রুক্ষ মাটিতে বৃক্ষরোপণ করে প্রাণের বিকাশ ঘটিয়েছিলেন। তাই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা জীবনের জয়গান গাইতে চাই। সংস্কৃতির আশ্রয়ে সুষ্ঠ, সুন্দর ও মানবিক সমাজ গড়তে চাই।  এই প্রাঙ্গণে মানবশিশু ও বৃক্ষ শিশুরা হাত ধরাধরি করে বেড়ে উঠবে পরিবেশবান্ধব পরিবেশে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও এখানে সংস্কৃতিচর্চার সুযোগ পাবে।  শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এই জায়গাটি  প্রদানের মাধ্যমে সুরের ধারার স্বপ্নের বীজ বপন করেছেন। অন্যদিকে শিশুদের প্রতি ভালোবাসা  শেখ রেহানাকে টেনে এনেছে এই আয়োজনে।
প্রণয় ভার্মা বলেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বাইরেও বাংলাদেশ ও ভারতের  মধ্যে  রয়েছে সাংস্কৃতিক বন্ধুত্ব। এই সম্পর্কের শুরুটা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে। সেই সময় বাংলাদেশের স্বধীনতা অর্জনে ভারত সহায়তা করায় উভয় দেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। বর্তমানেও উভয় দেশ টেকসহী উন্নয়নসহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছে।   
 কে এম খালিদ বলেন, সুরের ধারা শুধুই সংগীত প্রশিক্ষণ প্রতিষ্ঠান নয়, এটি এদেশের চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও পরিপোষক। প্রসঙ্গক্রমে তিনি বলেন, কবিগুরুর জন্ম না হলে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটতো কিনা জানি না। আর তাঁর জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে এ বাংলাদেশে। অন্যদিকে বঙ্গবন্ধুও  রবীন্দ্রনাথের অনুরক্ত ছিলেন এবং তার আদর্শ-চেতনা অন্তরে ধারণ ও লালন করতেন। প্রতিমন্ত্রী এ-সময়  সুরের ধারার জন্য সদ্য নির্মিত বাংলাদেশ কপিরাইট অফিস ভবনে প্রয়োজনীয় স্থান বরাদ্দের আশ্বাস দেন। 
এমন  একটা মা দে না’ শিরোনামের গান শুনিয়ে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন  যেসব বাড়িতে ছাদবাগান করা হবে সেসব বাড়ির মালিককে সিটি কর্পোরেশনের বাসৎসকি করের ওপর ১০ শতাংশ ছাড় দেয়া হবে। 
বৃক্ততার পরিবর্তে রবীন্দ্র সৃষ্টিসম্ভার থেকে পাঠ করেন আসাদুজ্জামান নূর। এছাড়া পরিবেশনা পর্বে সুরের ধারার শিল্পীদের পরিবেশিত গানগুলোর শিরোনাম ছিল ‘ আহনায় আসিল মহোৎসবে আয় আমাদের অঙ্গনে,কোন পুরাতন প্রাণের টানে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় আর অতিথিরা বৃক্ষরোপণের সময় তারা গেয়ে শোনায় ফিরে চল মাটির টানে শীর্ষক সঙ্গীত।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা