মোহাম্মদপুরে স্বামীর নির্যাতন,বিদ্যুতের শক দিয়ে গৃহবধুকে হত্যা

রাজধানীর মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকার ১২ নম্বর রোডের ৬১ নম্বর বাসার একটি টিনসেট বাড়িতে এক গৃহবধুকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছেমো মোহাম্মদপুর থানা পুলিশ।
নিহতের নাম মোসাঃ খাবিরুন নেসা (৩০) তার ৮ বছর ও দেড় বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে ঘাতক স্বামীকে ডাক্তারের সহায়তায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয় মোহাম্মদপুর থানায়। বুধবার বিকেলে আসামি গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।তিনি বলেন, আসামি আফসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সে প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে এ হত্যা করা হয়েছে বলে ধারণা। পরিবার মামলা করেছে। আমরা তদন্ত করছি।
নিহত খাবিরুনের ছোট ভাই মো. বাবুল এবং জুব্বার বলেন, হত্যার আগের দিন আফসার চট্টগ্রামের তার গ্রামের বাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় আমাদের বাসায় আসে। পরে হঠাৎ করে বাসায় চলে যায়। পরের দিনই শুনি আমার বোনকে হাসপাতালে ফেলে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। প্রতিবেশীদের বরাত দিয়ে বাবুল বলেন,আমরা বোনের বাসায় গিয়ে জানতে পারি তিনি নির্যাতন করে আমার বোনকে হত্যা করেছে এবং এই হত্যায় তার শ্বাশুরিও জড়িত ছিলো বলে আমাদের ধারণা। গত কয়েকমাস আগে আমার দের বছরের ভাগ্নীকে আমার বোনের কাছ থেকে নিয়ে তাদের চট্টগ্রামের বাড়িতে তার মায়ের কাছে রেখে এসেছিলো,একটি ছোট শিশুকে মায়ের কাছ থেকে দূরে রাখাটা কতটা নির্মম হতে পারে?? নিহতের ভাই বলেন,আমার বোনকে প্রথমে মারধর করে। পরবর্তীতে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন ও বিদ্যুতের শক দিয়ে হত্যা করা হয়েছে। আমার বোনের শরীরে বিদ্যুতের শকের কারণে বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়ে ছিলো। এমন নির্মমভাবে মেরেছে বলে বোঝাতে পারব না। তার শরীরে আঘাতের চিহ্নের পাশাপাশি হাত-পা বেঁধে রাখার প্রমাণও দেখা গেছে। তিনি আরও বলেন, যে বাড়িতে আমার বোনকে মেরেছে সেখানে একটাই টিনসেট ঘর,আশেপাশে কোনো ভাড়াটিয়া নাই।
এ বিষয় সরেজমিনে গেলে পাশের বাড়ির এক নারী জানিয়েছে স্বামী-স্ত্রী সবসময় ঝগড়াঝাটি করতো,তার স্বামী তাকে মুখ বেঁধে মারধর করত। ঘটনার দিন বৃষ্টি থাকায় কেউ কোনো কিছু বুঝতে পারেনি। পরবর্তীতে অসুস্থ অবস্থায় স্বামী আফসার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করতে গেলে, ডাক্তার জিজ্ঞেস করেছিলো কি সমস্যা হয়েছে। তখন সে ডাক্তার কে স্ট্রোক করেছে বলে জানান। কিন্তু ডাক্তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি সন্দেহ হয়। তখন শারীরিক পরীক্ষা করে দেখতে পান নিহতের হার্টবিট বন্ধ, তখন তার স্বামী পালানোর চেষ্টা করলে ডাক্তার আনসার সদস্যদের দিয়ে আটক করান। পরে মোহাম্মদপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। পুলিশ বিষয়টি পরিবারকে জানালে গতকাল ১২ তারিখ রাতে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ হস্তান্তর করা হয়। পরবর্তীতে নিহতের লাশ শেরপুর নকলা গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। জানা গেছে, ঘাতক আফসারের গ্রামের বাড়ি চট্টগ্রামে তিনি প্রেম-ভালোবাসা করেই বিয়ে করেছিলো এই নারীকে। আফসার পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী। স্ত্রী ও সন্তানদের নিয়ে নবীনগর এলাকায় থাকতেন। নিহত খাবিরুন শেরপুর নকলা উপজেলার খায়রুল ইসলামের মেয়ে। তারা চার ভাই দুই বোন। নিহত নারী একজন ভালো মানুষ ছিলেন বলে স্থানীয় আশেপাশের মহিলাদের দাবী এই নির্মমভাবে হত্যার তারা বিচার দাবি করেন প্রশাসনের কাছে।
আশেপাশের মানুষ সকালের সময়কে বলেন যেদিন ওর স্বামী এভাবে ওকে নির্যাতন করে সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল এজন্য আমরা ঠিক বুঝতে পারিনি তাদের বাসায় কি হচ্ছে। পরের দিন শুনেছি হাসপাতালে ভর্তি করতে ওর স্বামী ওকে নিয়ে গেছে পরবর্তীতে শুনলাম মহিলাটি মারা গেছে।
এমএসএম / এমএসএম

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস
Link Copied