ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে অগ্নিকান্ডের ঘটনায় পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রী ও এমপি সাদেক খান


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৫-৯-২০২৩ রাত ১১:৫
রাজধানীর মোহাম্মদপুরে ১৪ সেপ্টেম্বর রাত ৩টা ৪৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,এতে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার ব্যবসায়ীদের ক্ষতি হয়।মোহাম্মদপুর কৃষি মার্কেটে ক্ষতিগ্রস্থ ও ব্যবসায়ীদের দেখতে পরিদর্শনে আসেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋন নিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে, তিনি কৃষি মার্কেট পরিদর্শনে এসে এসব কথা বলেন। 
 
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খান, এ-সময় আলহাজ্ব সাদেক খান বলেন সরকারি সহযোগিতা ছাড়াও তার নিজ উদ্যােগে ব্যবসায়ীদের সহযোগিতার কথা বলেন।মন্ত্রী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, এ মার্কেটের ব্যবসায়ীরা অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। আমাদের সবার চোখের সামনেই এই বাজারটি গড়ে উঠেছে। হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনায় এত বড় একটা ক্ষতি হয়ে গেলো। পুরো মার্কেটের প্রায় ২ হাজার পরিবার একদম সর্বশান্ত হয়ে গেছে,এ-সময় মন্ত্রী আরো বলেন তারা যেন অর্থনৈতিকভাবে আবারও ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য আমরা এ সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করবো। এছাড়াও,কৃষি মার্কেটের বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি, তিনি এ বিষয়ে অবগত আছেন। ব্যবসায়ীরা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাবো।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ২০২৩ ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে,দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ঘন্টাখানেকের মধ্যে পুরো মার্কেট আগুনে পুড়ে যায় এতে প্রায় ছোট বড় ২ হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে সূত্রে জানা যায়। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রায় দুই'শ দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। কিন্তু মার্কেটের ভিতর এবং বাহিরে প্রায় ৮ থেকে ৯ শত দোকান বসে,এরা প্রায় সবাই নিঃস্ব।খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট পরে আরো ৯ টি ইউনিট যোগ হয় ঘটনাস্থলে,এতে মোট ১৭টি দমকল ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে,এদিন সকাল ১০ টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ঘটনার দিন বিকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২ হাজারের ওপরে দোকান ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যায়। সরকারি সহযোগিতা ছাড়াও জনপ্রতিনিধিদের সহযোগিতা করা একান্ত উচিৎ বলে অনেকেই মনে করেন।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা