ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরে অগ্নিকান্ডের ঘটনায় পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রী ও এমপি সাদেক খান


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৫-৯-২০২৩ রাত ১১:৫
রাজধানীর মোহাম্মদপুরে ১৪ সেপ্টেম্বর রাত ৩টা ৪৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,এতে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার ব্যবসায়ীদের ক্ষতি হয়।মোহাম্মদপুর কৃষি মার্কেটে ক্ষতিগ্রস্থ ও ব্যবসায়ীদের দেখতে পরিদর্শনে আসেন কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋন নিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে, তিনি কৃষি মার্কেট পরিদর্শনে এসে এসব কথা বলেন। 
 
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খান, এ-সময় আলহাজ্ব সাদেক খান বলেন সরকারি সহযোগিতা ছাড়াও তার নিজ উদ্যােগে ব্যবসায়ীদের সহযোগিতার কথা বলেন।মন্ত্রী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, এ মার্কেটের ব্যবসায়ীরা অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। আমাদের সবার চোখের সামনেই এই বাজারটি গড়ে উঠেছে। হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনায় এত বড় একটা ক্ষতি হয়ে গেলো। পুরো মার্কেটের প্রায় ২ হাজার পরিবার একদম সর্বশান্ত হয়ে গেছে,এ-সময় মন্ত্রী আরো বলেন তারা যেন অর্থনৈতিকভাবে আবারও ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য আমরা এ সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করবো। এছাড়াও,কৃষি মার্কেটের বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি, তিনি এ বিষয়ে অবগত আছেন। ব্যবসায়ীরা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাবো।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ২০২৩ ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে,দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ঘন্টাখানেকের মধ্যে পুরো মার্কেট আগুনে পুড়ে যায় এতে প্রায় ছোট বড় ২ হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে সূত্রে জানা যায়। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রায় দুই'শ দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। কিন্তু মার্কেটের ভিতর এবং বাহিরে প্রায় ৮ থেকে ৯ শত দোকান বসে,এরা প্রায় সবাই নিঃস্ব।খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট পরে আরো ৯ টি ইউনিট যোগ হয় ঘটনাস্থলে,এতে মোট ১৭টি দমকল ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে,এদিন সকাল ১০ টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ঘটনার দিন বিকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২ হাজারের ওপরে দোকান ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যায়। সরকারি সহযোগিতা ছাড়াও জনপ্রতিনিধিদের সহযোগিতা করা একান্ত উচিৎ বলে অনেকেই মনে করেন।

এমএসএম / এমএসএম

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস