ইউনিয়ন পরিষদের সেবা এখন ডাকযোগে পাওয়া যাচ্ছে বাড়িতে বসেই
জনগণ সেবার পেছনে ছুটবে না, সেবাই পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকঘরের মাধ্যমে বাড়িতে পৌছে যাচ্ছে ইউনিয়ন পরিষদের সেবা।এ উদ্যোগের অংশ হিসেবে উপজেলার ধামাইনগর ইউনিয়নের প্রদত্ত সেবাসমূহকে জনগণের দোরগোড়ায় সহজতর উপায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডাকযোগের মাধ্যমে ইউনিয়নের বাসিন্দারা বাড়িতে বসেই সেবা পাচ্ছে।
স্থানীরা বলছেন,এক সময় তথ্য দিয়ে ঘুরতে হতো, যাতে করে ভুক্তভোগী ব্যক্তিটির সময় এবং অর্থ দুটিরই অপচয় ছিল নিশ্চিত। আর এখন চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় গ্রাম পুলিশ ও ইউপি সদস্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিয়ে সেই তথ্য পৌছে দিচ্ছে সচিবের নিকট। আর এ সকল তথ্য যাচাই বাছাই করে ইউপি সচিব জন্ম নিবন্ধন সনদ,মিত্যু নিবন্ধন সনদ ,ট্রেড লাইসেন্স সেবা বর্তমানে কোনো নাগরিক ইউনিয়ন কার্যালয়ে না এসেও ইন্টারনেটের মাধ্যমে অথবা ডাকযোগে কাক্সিক্ষত সেবা নিতে পারছেন।
ইউপি সচিব রোজিন পলাশ বলেন,ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা যেকোনো সেবার জন্য আবেদন করলে আবেদনকারী গ্রহণ নম্বরসহ একটি রসিদ দেওয়া হয়। এই রসিদে সেবা দেওয়ার সম্ভাব্য তারিখ উল্লেখ থাকে। নির্দিষ্ট দিনের আগেই যদি সেবাটি প্রস্তুত হয়ে যায় সে ক্ষেত্রে আবেদনকারীকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।যদি আবেদনকারী ব্যক্তি ইউনিয়ন পরিষদে এসে সেবা গ্রহণ না করতে পারেন তাহলে তার ঠিকানায় ডাকযোগে সেবাটি পৌছে দেওয়া হয়।
যার প্রতিশ্রুতিতে সেবা প্রদানে এ অঞ্চলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় সরকারি প্রতিষ্ঠানের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে।
ডিজিটাল বাংলাদেশ এখন রূপকল্প নয়। এটি এখন সাধারণ মানুষের হাতে পৌঁছে গেছে। তথ্যপ্রযুক্তি মানুষের জীবনধারা বদলানোর জন্য একটা স্থান করে নিয়েছে।ইউনিয়ন পরিষদে তথ্যসেবায় বিপ্লব ঘটে গেছে এই উদ্যোগের ফলে সরকারের আন্তুরিকতা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
দেশ সেরা ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান,ইউনিয়ন পরিষদের তথ্য-সেবাকেন্দ্রে অত্যন্ত কম খরচে স্বল্পসময়ে সব ধরনের সরকারি ফরম আহরণ পূরণ করার সুবিধা, গ্রেজেট নোটিস, জন্ম-মৃত্যু-নিন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, পাবলিক পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ের আবেদনসহ নানা তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ভূমি অফিসের যাবতীয় প্রয়োজনীয় কাজ, ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন প্রাইমারি এবং হাইস্কুলের ছাত্রছাত্রীদের ছবি তোলা, বিভিন্ন দেশ থেকে পাঠানো ভিসা কপি আহরণ, জীবনবীমা সুবিধা, ভিজিএফ-ভিজিডির তালিকা, কৃষি, শিক্ষা, আইন, মানবাধিকার, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল সুবিধা, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ইংরেজি শিক্ষাসেবা পাওয়া যায়, যা কিছুদিন আগেও এ দেশের মানুষ কল্পনাও করতে পারেনি।
এমএসএম / এমএসএম
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা