বাঘায় ইউনিয়ন পর্যায়ে ৭ কেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম শুরু
রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৭টি কেন্দ্রে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বাঘায় প্রথম দিনে প্রায় ৪ হাজার ২০০ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। বাঘা উপজেলার ৭টি ইউনিয়নে টিকা নিতে সকাল থেকে ভিড় করেন ২৫ বছর ও তদূর্ধ্বরা।
অগ্রাধিকারভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকা দেয়া হচ্ছে। তবে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বয়স্ক ও প্রতিবন্ধীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে টিকা দেয়ার ব্যবস্থা করেন। প্রতিটি ইউনিয়নে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। এছাড়া পৌরসভা এলাকায় বসবাসরতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, সরকারিভাবে জনসাধারণের জন্য করোনার টিকা প্রদানের জন্য আমার ইউনিয়নে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে প্রথমে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। রোদের জন্য ছায়ার ব্যবস্থা করে চেয়ারে বসিয়ে বয়স্ক মানুষদের টিকা গ্রহণের ও নারী-পুরুষের জন্য আলাদা লাইন ও টিকা গ্রহণের জায়গা করেছি। টিকা গ্রহণ করে আমার জনসাধারণ যেন ১৫-২০ মিনিট রেস্ট নিতে পারে তারও ব্যবস্থা আমি করেছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.র রাশেদ আহমেদ বলেন, আজকে উপজেলার ৭টি উইনিয়নে ৬০০ জন করে মোট ৪ হাজার ২০০ জনগোষ্ঠীকে করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। এই টিকা গ্রহণে কোনো নেগেটিভ কিছু পাওয়া যায়নি। বৃদ্ধ, বয়স্ক ও প্রতিবন্ধীদের টিকা গ্রহণে আজকে আগ্রহ বেশি দেখা গেছে প্রতিটি টিকাদান কেন্দ্রে। পর্যায়ক্রমে সরকারিভাবেই উপজেলার সকল জনগোষ্ঠীকে করোনা ভ্যাকসিন দেয়া হবে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বাঘা উপজেলার প্রতিটি ইউনিয়নে টিকা কার্যক্রম চলমান রয়েছে। আমি এখন পর্যন্ত ১ হতে ৬ নাম্বার ইউনিয়নে পরিদর্শনে গিয়েছি এবং সরকারি নির্দেশনামতো সুষ্ঠুভাবে ৪ হাজার ২০০ জনকে করোনার টিকা প্রদান করা হবে।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, সরকারি নির্দেশনায় আমি আগেই দুই ডোজ টিকা গ্রহণ করেছি। আজকে উপজেলার ৭টি ইউনিয়নেই ১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ডে ৬০০ করে মোট ৪ হাজার ২০০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকা দেয়া হচ্ছে। আমি উপজেলার ৬টি ইউপিতে সরাসরি উপস্থিত হয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শনে গিয়েছি। বাংলাদেশ সরকারের নির্দেশনামতো ইউনিয়নের চেয়ারম্যানগণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জনসাধারণের টিকা গ্রহণের ব্যবস্থা করেছেন।
এমএসএম / জামান
শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান
মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী
বাঁশখালীতে কৃষি জমি ধ্বংস করছে মাটি খেকো সিন্ডিকেট, নির্ঘুমে প্রশাসনের অভিযান
সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী
তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা
খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু
তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা
দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত
বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র্যালী
শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'
মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার
জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন
Link Copied