ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মুন্সিগঞ্জে শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৪:৪০
মুন্সিগঞ্জে শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত কর্মসূচি পালন করে। তারা বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে এবং ঘন্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান ধর্মগট পালন করে। 
 
জানা যায়, এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভুগোল শিক্ষক মো. ইবরাহীম কে আকস্মিক ভাবে নোয়াখালীর ফেনিতে বদলি করা হয়। তার বদলির সংবাদ শিক্ষার্থীরা জানতে পেরে গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ক্লাস বন্ধ রেখে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে৷ একই দিনে তারা জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করে। এ সংবাদে স্কুলের প্রধান শিক্ষক ও কতিপয় শিক্ষক মনঃক্ষুণ্ণ হয় এবং শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করে বলে জানা যায়। 
 
তারই পরিপ্রেক্ষেতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ক্লাস বন্ধ করে শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে৷ ২৪ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে বারে টায় তারা জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করে।এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শারমিন আরা   ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান আলোচনায় বসেন।
 
জেলা প্রশাসকের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে ফিরে যায়। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আসা দুই শিক্ষার্থীদের অভিভাবক শাকিলা ও ফাতেমা বেগম জানান, শিক্ষক ইবরাহিমের বদলির আদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ করায় একই স্কুলের শিক্ষক  মনরঞ্জন শিক্ষার্থীদের টিসি দেওয়ার হুমকি দেয়। এবং প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উপর অযাচিত চাপ প্রয়োগ করে আসছে।
 
এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, পিতৃতুল্য ইবরাহীম স্যারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আমরা গত বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করি। এ কারনে মনরঞ্জন স্যার আমাদের উপর  বিক্ষুদ্ধ ও টিসির হুমকি দেয়। আজ রবিবার জেলা প্রশাসক বরাবর আমরা মনরঞ্জর স্যারের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং ইবরাহিম স্যারের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছি।
 
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনরঞ্জন জানান, আমি ডে শিফটের শিক্ষক। যারা অভিযোগ করেছে তারা মর্নিং শিফটের শিক্ষার্থী।তাদের সাথে আমার কোন যোগাযোগ নেই। বিষয়টার সাথে আমি সম্পৃক্ত নই।
 
এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের কে হুমকি প্রদান করি নাই। আমি এ থেকে বিরত থাকার জন্য তাদের বুজিয়েছি । 
 
তবে জেলা প্রশাসক আবুজাফর রিপন জানান, শিক্ষার্থীদের বিষটি আমি অবগত হয়েছি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত