রোগীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ, আহত ৩

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ভেতর রোগীর স্বজন ও আনসার সদস্যদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। সিসিইউতে থাকা তানজিনা আক্তারের ছেলের অভিযোগ, মায়ের জন্য রক্ত নিয়ে ভেতরে প্রবেশের সময় গেটে টাকার জন্য বাধা দেয় আনসার সদস্যরা। প্রতিবাদ জানালেই শুরু হয় স্বজনদের সাথে মারামারি। রোববার রাতে এ ঘটনার আধাঘণ্টা পরই মারা যান তানজিনা।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, সিসিইউয়ের মেঝেতে রয়েছে রক্তের ছাপ। সংঘর্ষের পর গেটের দায়িত্বে নেই আনসার সদস্যরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সূত্রপাত। রোগীর স্বজনেরা জানান, শনিবার (২৩ সেপ্টেম্বর) হার্টের সমস্যা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন তানজিনা আক্তার। অবস্থার অবনতি হলে রোববার তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
তানজিনার দুই ছেলে দাবি করেন, প্রতিবার সিসিইউয়ের ভেতরে ঢুকতে ৫০ থেকে ১০০ টাকা দিতে হয় আনসার সদস্যদের। রক্ত নিয়ে ভেতরে প্রবেশের সময়ও টাকা চাইলে প্রতিবাদ জানানোয় ক্ষিপ্ত হয়ে ওঠে এক আনসার সদস্য। কথা কটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এতে আহত হন তাঁরা দুইভাই ও তাঁদের বাবা।
তানজিনার স্বামীর দাবি, আনসার সদস্যদের সঙ্গে মারামারিতে স্বজনদের আহতের খবরেই হার্টঅ্যটাকে মারা যান তানজিনা। রাত ২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ যখন বাসায় নেওয়া হচ্ছে তখন তানজিনার আহত দুই ছেলে অন্য হাসপাতালে চিকিৎসাধীন। আর থানায় মামলা করত যান মেয়ে সেলিনা আক্তার। আর ছয়মাস বয়সী ছোটছেলে স্বজনদের কোলে।
এ বিষয় আনসার সদস্যর কমান্ডার মনিরুজ্জামান বলেন, আমার আনসার সদস্যরা কাউকে মারধর করেনি বরং আনসার সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রোগীর স্বজনরা বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন, আমরা হাসপাতালের নিরাপত্তার স্বার্থে অনেক সময় রোগীর স্বজনদের সামাল দিতে হিমসিম খেতে হয় এখানে অনেক মুমূর্ষ রুগিও থাকে তাদের স্বার্থে আমাদের কাজ করতে হয়, এখানে প্রতিদিনই কোনো না কোন রুগী মারা যাচ্ছে, আর কেউ মারা গেলে স্বজনরা ভিড় করে এটা প্রতিদিনই হয়ে থাকে। কিন্তু কালকে আমার এক আনসার সদস্যকে নিহতের স্বজনরা পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বর্তমান তিনি হৃদরোগ হাসপাতালের ভার্সকুলার ওয়ার্ডে ভর্তি আছেন।
এঘটনায় রোববার দিবাগত রাতেই শেরে-বাংলা নগর থানায় মামলা করেন মৃত তানজিনার মেয়ে সেলিনা আক্তার।
এমএসএম / এমএসএম

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
