শরীয়তপুরে নিখোঁজের ৫ মাস পরে মিললো রাকিব হোসেন বাবু মোল্লার মৃত হাড়গোড়ের
নিখোঁজের ৫ মাস পরে মিললো মৃত রাকিব হোসেন বাবু মোল্লা(২৪)-এর হাড়গোড় কিন্তু এখনো সন্ধান পায়নি রাকিব-এর মাথার হাড়ের। টি-শার্ট, জিন্স প্যান্ট ও মোবাইল দেখে শনাক্ত করতে পারলো রাকিব-এর পরিবার। পরিবারের দাবি এটাই রাকিব। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এটা রাকিব কিনা তদন্ত শেষে শনাক্ত করবো। তবে যে টি-শার্ট জার্সি উদ্ধার হয়েছে, তার পিছনে রাকিব লেখা আছে।
মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর বিলাসখান বিশাই যদির বাড়ির পাশে ধানক্ষেত থেকে মৃত রাকিব হোসেন বাবু মোল্লার হাড়গোড়ের সন্ধান পাওয়া যায়। কিন্তু এখনো সন্ধান পায়নি রাকিব-এর মাথার হাড়গোড়ের। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার কিছু বাচ্চা ডাহুক পাখির সন্ধানে বের হলে উক্ত বিশাই যদির বাড়ির পাশে ধানক্ষেতে রাকির হাড়গোড় তারা দেখতে পায়, পরে তারা এলাকার মুরুব্বিদের জানালে মুরুব্বিরা ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন খানকে জানায়। বিল্লাল হোসেন খান পালং মডেল থানাকে বিষয়টি অবগত করলে পালং মডেল থানা পুলিশ রাকিব হোসেন বাবু মোল্লার মৃত হাড়গোড় উদ্ধার করে কিন্তু মাথার হাড় এখনো খুজে পায়নি। মৃত রাকিব হোসেন বাবু মোল্লার হাড়গোড় শনাক্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তদন্ত শেষে মিলবে আসল রহস্য।
মৃত রাকিব-এর নিখোঁজের বিষয়ে পরিবার জানায়, ৫ মাস পূর্বে ২৫ রমজান মাসের (১৭ এপ্রিল) সোমবার রাতে রাকিব নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে রাকিবকে তার দুই বন্ধু জোবায়ের হোসেন ও রায়হান ডেকে পালং বাজারে নিয়ে যায়। পরে ১০টার দিকে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে তার আরও দুই বন্ধু রিফাত ও জুয়েল রাকিবকে কানারবাজার নিয়ে যায়। এছাড়া মুন্না ও ইমন-এর নাম সন্দেহে দুই কিশোরের নাম উঠে আসে রাকিব-এর পরিবার থেকে। ওখান থেকেই রাকিব নিখোঁজ। এ বিষয়ে পালং মডেল থানায় রাকিব-এর বাবা নুরুল ইসলাম মোল্লা বাদী হয়ে নিখোঁজ মামলা দায়ের করে। কিন্তু রাকিব-এর সন্ধান ৫মাসেও মিলাতে পারেনি পুলিশ। ওই সময় রাকিব-এর বন্ধু দুইজনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ।
পালং মডেল থানা ওসি মেজবাহ উদ্দিন আহমাদ সরেজমিনে অনুসন্ধানকালে জানান, আমরা শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর বিলাসখান এলাকায় একটি লাশের হাড়গোড়-এর সন্ধান পাই। কিন্তু মাথার হাড়ের এখনো সন্ধান পাইনি। তদন্ত শেষে লাশ শনাক্ত করতে পারবো। তবে যে টি-শার্ট জার্সি উদ্ধার হয়েছে, তার পিছনে রাকিব লেখা আছে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ
ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
Link Copied