ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুরে নিখোঁজের ৫ মাস পরে মিললো রাকিব হোসেন বাবু মোল্লার মৃত হাড়গোড়ের


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ১:৩
নিখোঁজের ৫ মাস পরে মিললো মৃত রাকিব হোসেন বাবু মোল্লা(২৪)-এর হাড়গোড় কিন্তু এখনো সন্ধান পায়নি রাকিব-এর মাথার হাড়ের। টি-শার্ট, জিন্স প্যান্ট ও মোবাইল দেখে শনাক্ত করতে পারলো রাকিব-এর পরিবার। পরিবারের দাবি এটাই রাকিব। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এটা রাকিব কিনা তদন্ত শেষে শনাক্ত করবো। তবে যে টি-শার্ট জার্সি উদ্ধার হয়েছে, তার পিছনে রাকিব লেখা আছে।
 
মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর বিলাসখান বিশাই যদির বাড়ির পাশে ধানক্ষেত থেকে মৃত রাকিব হোসেন বাবু মোল্লার হাড়গোড়ের সন্ধান পাওয়া যায়। কিন্তু এখনো সন্ধান পায়নি রাকিব-এর মাথার হাড়গোড়ের। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার কিছু বাচ্চা ডাহুক পাখির সন্ধানে বের হলে উক্ত বিশাই যদির বাড়ির পাশে ধানক্ষেতে রাকির হাড়গোড় তারা দেখতে পায়, পরে তারা এলাকার মুরুব্বিদের জানালে মুরুব্বিরা ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন খানকে জানায়। বিল্লাল হোসেন খান পালং মডেল থানাকে বিষয়টি অবগত করলে পালং মডেল থানা পুলিশ রাকিব হোসেন বাবু মোল্লার মৃত হাড়গোড় উদ্ধার করে কিন্তু মাথার হাড় এখনো খুজে পায়নি। মৃত রাকিব হোসেন বাবু মোল্লার হাড়গোড় শনাক্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তদন্ত শেষে মিলবে আসল রহস্য।
 
মৃত রাকিব-এর নিখোঁজের বিষয়ে পরিবার জানায়, ৫ মাস পূর্বে ২৫ রমজান মাসের (১৭ এপ্রিল) সোমবার রাতে রাকিব নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে রাকিবকে তার দুই বন্ধু জোবায়ের হোসেন ও রায়হান ডেকে পালং বাজারে নিয়ে যায়। পরে ১০টার দিকে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে তার আরও দুই বন্ধু রিফাত ও জুয়েল রাকিবকে কানারবাজার নিয়ে যায়। এছাড়া মুন্না ও ইমন-এর নাম সন্দেহে দুই কিশোরের নাম উঠে আসে রাকিব-এর পরিবার থেকে। ওখান থেকেই রাকিব নিখোঁজ। এ বিষয়ে পালং মডেল থানায় রাকিব-এর বাবা নুরুল ইসলাম মোল্লা বাদী হয়ে নিখোঁজ মামলা দায়ের করে। কিন্তু  রাকিব-এর সন্ধান ৫মাসেও মিলাতে পারেনি পুলিশ। ওই সময় রাকিব-এর বন্ধু দুইজনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ।
 
পালং মডেল থানা ওসি মেজবাহ উদ্দিন আহমাদ সরেজমিনে অনুসন্ধানকালে জানান, আমরা শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর বিলাসখান এলাকায় একটি লাশের হাড়গোড়-এর সন্ধান পাই। কিন্তু মাথার হাড়ের এখনো সন্ধান পাইনি। তদন্ত শেষে লাশ শনাক্ত করতে পারবো। তবে যে টি-শার্ট জার্সি উদ্ধার হয়েছে, তার পিছনে রাকিব লেখা আছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল চুরি

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ভোগান্তিতে দুমকীর জনসাধারণ

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ

রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড

রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়