মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় একাধিক আহত

প্রায় প্রতিদিনই মোহাম্মদপুরে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে অনেকেই হারাচ্ছেন মুল্যবান মালামাল। ছিনতাইকারীদের হামলায় আহত হয়েও নিরাপত্তাহীনতার ভয়ে মুখ খুলছে না অনেকেই।
২৯ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি এলাকায় সন্ধ্যা ৬ থেকে ৮ টার মধ্যে ৩০ থেকে ৪০ জনের একটি দল, প্রায় ১০ টি দোকান ও প্রায় ২০ থেকে ৩০ জন পথচারীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মোবাইল মানিব্যাগ ও নগত অর্থ, বেশ কয়েকজনকে কুপিয়েছে। এতে ছিনতাইয়ের আতংকে আছেন মোহাম্মদপুর বসিলার স্থানীয় ও অস্থায়ী বাসিন্দারা।
ছিনতাইয়ের ঘটনা সবচাইতে যে এলাকায় ঘটছে এর মধ্যে হচ্ছে, গার্ডেন সিটি রোড, বসিলা গার্ডেন সিটি। ৪০ ফিট, ফিউচার হাউজিং, দয়াল হাউজিং, সিটি ডেভেলাপারস,ওয়াকওয়ে,চন্দ্রিমা হাউজিং এলাকা সহ মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে বলে স্থানীয়দের দাবী।
ছিনতাইয়ের শিকার জাহিদুল ইসলাম,
নুর মোহাম্মদ,মোহাম্মদ আরিফ,নুসরাত জাহাজ।আরো একাধিক আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। তারা সবাই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বাসায় আছেন। আহত জাহিদুল ইসলামের মাথায় কোপের চিহ্ন দেখা গেছে তিনি এখন বাসায় রয়েছে, তার মাথায় কোপ দিয়ে নগত টাকা হাতিয়ে নেয় ছিনতাইচক্র।
বসিলার চা-দোকানদার নুর মোহাম্মদ,বলেন শুক্রবার সন্ধ্যায় প্রায় ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার দোকানের কাছে এসে দোকান থে্কে ক্যাস টাকা দোকানের মালামাল নিয়ে যায়। সবাইর হাতে দেশীয় অস্ত্র ছিলো।
আরেক ভুক্তভোগী আরিফ বলেন,আমার দোকান থেকে ৭০০০ নগত হাজার টাকা এবং দোকান থেকে মালামাল সহ মোট ১২০০০ হাজার টাকা নিয়ে গেছে,ছিনতাইকারীরা, এবং দুইজন কাস্টমারের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল নিয়ে গেছে।
আরেক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন মাঝে মাঝেই ছিনতাইয়ের তান্ডবের ঘটনা ঘটে কিন্তু এর কোনো বিহিত হয়না। আমরা সবসময় আতংকে থাকি। আমার দোকান থেকে নগত টাকা এবং দুই কার্টন সিগারেট নিয়ে গেছে, ক্যাশে যে টাকা ছিলো তাও নিয়ে গেছে ছিনতাইকারীরা।
অন্য এক দোকানদার বলেন ২০ থেকে ৩০ টি দোকান থেকে টাকাপয়সা দেশীয় অস্ত্র ঠেকিয়ে নিয়ে গেলেও অনেকেই জীবনের নিরাপত্তার কারণে মুখ খুলছে না। ঘটনার সাথে সাথে পুলিশকে ফোন দিলে পুলিশ আসে ৩/৪ ঘন্টা পরে।
নুসরাত আফরিন নামে একজন নারী মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।
ওই নারী নদীর পারে ওয়াক ওয়েতে বৈকালীন হাঁটতে বের হলে তিনি ছিনতাইয়ের কবলে পরেন,তার কাছে টাকা চাইলে তিনি বলেন,আমার কাছে টাকা নেই, তখন ছিনতাইকারীরা তাঁকে অশ্লীলভাবে চেক করে, ঢাকা না পেয়ে থাকে দেশীয় অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দেয় ছিনতাইকারীরা এতে তার মাথায়, হাতে ও পায়ে বেশ কয়েকটি কোপ লেগেছে।
এবিষয় বসিলা মুমু স্টরের মালিক মুরাদ হোসেন, বলেন, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। আমার দোকান থেকে কাস্টমারের মোবাইল মানিব্যাগ নিয়ে গেছে দেশীয় অস্ত্র ঠেকিয়ে। আমরা পুলিশ ফোন দিলে ঘটনার ৩/৪ ঘন্টা পর পুলিশ এসেছিলো।
এ বিষয় তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক সকালের সময়কে, বলেন ছিনতাইয়ের ঘটনায় এর আগেও একাধিক ছিনতাইকারী গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি। গতকালের ঘটনায় যদি কেউ অভিযোগ করে থাকেন বিষয় টি ক্ষতিয়ে দেখবো।
তিনি আরো বলেন ওই এলাকাটি তেমন রাস্তাঘাটের চলাচল কিছুটা অনুপযোগী থাকায় পুলিশের যেতে একটু সময় লাগে তবেঁ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে অতিদ্রুত ওই চক্রকে আটক করা হবে।
এমএসএম / এমএসএম

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Link Copied