ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে স্বাস্থ্য সচেতনতায় ক্ষুদে ডাক্তাররা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-১০-২০২৩ বিকাল ৫:৪৬
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করলেই দেখা যায় কোমলমতী শিক্ষার্থীরা ভীষণ ব্যস্ত। তাদের মধ্যে কেউ ‘রোগী’দের নাম তালিকাভুক্ত করছে, কেউ ওজন মাপছে, আবার কেউ দৃষ্টিশক্তি পরীক্ষা করছে। কোনো রোগীর শারীরিক সমস্যা চিহ্নিত করতে পারলে সঙ্গে সঙ্গেই তাকে জানিয়ে দেওয়া হচ্ছে।সারাদেশের ন্যায় এ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এক দল ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছেন। মূলত কোমলমতী শিশুদের স্বাস্থ্য সচেতন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা হিসাবে গড়ে তুলছে প্রাথমিক বিদ্যালয় গুলোতে চালু করা হয় ‘ক্ষুদে ডাক্তার’ কার্যক্রম। তারা প্রতিনিয়ত সহপাঠীসহ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন। এতে করে কোমলমতী শিশুদের স্বাস্থ্য সচেতন আরও একধাপ এগিয়ে যাচ্ছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। ‘ক্ষুদে ডাক্তার’ কার্যক্রম খুবই ফলপ্রসু বলে মনে করছেন সচেতন মহলরা।
 
সরেজমিনে ধামাইনগর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রয়হাটি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ক্ষুদে ডাক্তাররা কেউ নাম তালিকাভুক্ত করছে, কেউ ওজন মাপছে, আবার কেউ দৃষ্টিশক্তি পরীক্ষা করছে। সবাই যেন ব্যস্ত সময় পার করছেন বিদ্যালয়ে। স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকরা ওইসব কাজে সার্বিক ভাবে শিক্ষার্থীদেরকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন।স্বাস্থ্য অধিদফতর ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের যৌথ উদ্যোগে রোগ নিয়ন্ত্রণ শাখার একটি অংশ হচ্ছে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম কর্মসূচি শুরু হয়। এরমধ্যে ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়। রয়হাটি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাফর ইকবাল সবুজ বলেন, আমাদর বিদ্যালয়ে মোট ১৭০ এর বেশি  শিক্ষার্থীর সংখা রয়েছে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণির ৫ জন করে মোট ১৫ জন শিক্ষার্থী নিয়ে ক্ষুদে ডাক্তারের দল গঠন করা হয়েছে। তুলনামূলক ভাবে যারা বড়, চটপটে শিক্ষার্থী তাদের ক্ষুদে ডাক্তার বানাতে অগ্রাধিকার দেওয়া হয়। অ্যাপ্রোন, ওজন মিটার, উচ্চতা মাপার স্কেল বা ফিতা ও দৃষ্টিশক্তি পরীক্ষার চার্ট (আই চার্ট) বিদ্যালয় থেকে সরবরাহ করা হয়েছে। ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য সেবা দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে ডাক্তার মোছা: ফাহিমা, সুবর্ণা খাতুন, রাব্বি শেখ, আব্দুল জাব্বার, তারা সকলেই জানান বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন। বিদ্যালয়ে ‘যখন তারা সাদা পোশাক গায়ে দিয়েছেন তখন নিজেদেরকে ডাক্তারের মতো মনে হয়েছে। বিদ্যালয়ে আমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সহপাঠি ও ছোটদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য পরামর্শ দিয়ে আসছে বলে জানায়। তারা আরও বলেন আমরা কেউ ওজন মাপি আবার কেউ উচ্চতা মাপি। আবার কেউ দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা দেখি। ওইসব আবার খাতায় লিখে হেড ম্যাডামের কাছে জমা দেন বলে জানায়। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর তুলনামূলকভাবে চটপটে এবং বাকপটু শিক্ষার্থীদের ‘ক্ষুদে ডাক্তার’ বানাতে অগ্রাধিকার দেওয়া হয়। প্রতি শ্রেণী বা সেকশনের জন্য ৩ জনের একটি দল হিসেবে ১৫ শিক্ষার্থীর দল বিদ্যালয়ে কাজ করছে।
 
ধামাইনগর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোকসানা খানম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। ক্ষুদে ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে শিশুরা ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হবে এবং মানুষের সেবা দিতে উৎসাহী হবে। ছোট থেকেই তাদের সে মানসিকতার উন্নয়ন হবে। তিনি আরও বলেন শিশুদের স্বাস্থ্য সচেতন করে তুলতে এ কার্যক্রম খুবই ফলপ্রদ। পাশাপাশি রোগজীবাণু সম্পর্কে ধারণা ও ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা হাতে-কলমে শিক্ষা পাচ্ছে তারা। সহপাঠীরাই পরস্পরের মাঝে স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানকে ছড়িয়ে দিচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতা, মমত্ববোধ জাগরিত করে একজন প্রকৃত সমাজসচেতন, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই ক্ষুদে ডাক্তার টিম থেকেই অনেকে ভবিষ্যতে প্রকৃত ডাক্তার হয়ে দেশ ও জনগণের সেবায় এগিয়ে আসবেবলে মনে করেন তিনি। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন তিনি।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম

পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার