ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রাজধানীতে মাস্টার্স বিল্ডার কম্পানির নৈরাজ্য, মানছেনা রাজউকের প্ল্যান


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ১২-১০-২০২৩ রাত ১২:১১
রাজধানীর  আজিমপুর এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন মাস্টার্স বিল্ডার কোম্পানির নৈরাজ্যে অতিষ্ঠ মসজিদ কমিটি ও এলাকা বাসি। রাজউকের প্ল্যান বহির্ভূত আবাসিক এলাকায় বানিজ্যিক বহুতল ভবন নির্মাণের  অভিযোগ উঠেছে মাস্টার্স বিল্ডার কোম্পানির বিরুদ্ধে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজিমপুর এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন প্লটে গাড়ি পার্কিং এর জায়গা না রেখে মাস্টার্স বিল্ডার অবৈধ ভাবে বাণিজ্যক দোকান নির্মাণ করছে এই মর্মে মসজিদ কমিটি ও সাধারন এলাকা বাসির পক্ষে হাজী আশিকুর রহমান ও অন্যান্যরা চেয়ারম্যান (সচিব) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক) কে ব্যবস্থা গ্রহন করার জন্য গত ২১-০৫-২৩ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন। 
এতে আরও উল্লেখ করা হয়, গত ০৫/০৩/২০২০ইং তারিখে রাজউককে মসজিদের পর্চা ও জরিপ নকশা দেওয়া আছে,  এছাড়াও ১৪৯/১, ১৪৯/২, ৪৪/১, 88/6 88/9 ঠিকানায় নির্মানাধীন বহুতল ভবনটি আবাসিক ভবন হিসাবে নকশায় অনুমোদন থাকলেও গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ না করে রাজউককে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে বাণিজ্যিক ভাবে দোকান নির্মাণে  সাধারন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। ইতি পূর্বে উক্ত প্রতিষ্ঠানকে অবৈধ ভাবে ভবন নির্মাণের জন্য ভ্রামমান আদালত গত ২৩/০১/২০২৩ইং তারিখে জরিমানাও করছেন। কিন্তু কিছুতেই থামছেনা যেন এই কোম্পানির অবৈদ ভবন নির্মাণের দৌরাত্ম। 
সরেজমিনে এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় আজিমপুর চায়না বিল্ডিংএর গলির সম্মুখে বিল্ডিং নির্মাণাধীন কোর্ড না মেনেই রাস্তার জায়গায় মাস্টার্স বিল্ডার তাঁর ১০ তলা ভবন নির্মাণ করছে। 
জৈনক এক ব্যক্তি প্রতিবেদককে বলেন, আজিমপুর ছাপড়া মসজিদ এলাকাটি আবাসিক এলাকা, দিন দিন বানিজ্যিক  ভবন  নির্মাণ বেড়েই চলেছে , জনবহুল বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা ও বাড়ছে। উক্ত বিল্ডিং এর কারনে দুটো গাড়ি  পারা-পারের জন্য সময় লাগে আধা ঘণ্টা। আর বিল্ডিং এ বানিজ্যিক দোকান চালু করলে জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সেবা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। 
 
এবিষয়ে জানতে মাস্টার্স বিল্ডার কোম্পানির মালিক সিব্বির আহমেদকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায় নি।

এমএসএম / এমএসএম

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার