বঙ্গমাতার চেতনা ও আদর্শ প্রতিষ্ঠা করাই নতুন প্রজন্মের দায়িত্ব : অতুল সরকার
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চেতনা ও আদর্শ প্রতিষ্ঠা করাই নতুন প্রজন্মের দায়িত্ব এবং এ দায়িত্ব নিষ্ঠার সাথে সকলকে পালনের আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল প্লাটফর্মে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, বঙ্গমাতা একজন ক্ষণজন্মা নারী। তিনি সার্বক্ষণিক বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন। বঙ্গবন্ধু জেলখানায় থাকাকালে নীরবে তার দায়িত্ব পালন করতেন বঙ্গমাতা। তিনি বুঝতেন কোন সময় কী করা প্রয়োজন। রাজনীতিসহ তাদের সবকিছু একসাথে আবর্তিত হয়েছে।
জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাদের পরিবারের জন্মই হয়েছিল দেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। তাই তাদের চেতনা, আদর্শ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করাই আমাদের নতুন প্রজন্মের দায়িত্ব। জেলা প্রশাসক অতুল সরকার এ দায়িত্ব সকলকে নিষ্ঠার সাথে পালনের জন্য আহ্বান জানান। একই সাথে জেলা প্রশাসক আরো বলেন, বঙ্গমাতা একজন মহীয়সী নারী। এই মহীয়সী নারীর আদর্শ আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাকে শ্রদ্ধা করার অর্থই হচ্ছে সকল নারীকে শ্রদ্ধা করা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সঞ্চালনায় জুম অ্যাপস ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মণ্ডল, ফরিদপুর জিলা স্কুলের শিক্ষিকা নাসিমা বেগম, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত আলী জাহিদ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা্, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মো. শাহজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠা সংগ্রামের প্রতিটি ধাপে শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমপর্যায়ে অধিষ্ঠিত করেছেন, তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ যেমন একই সূত্রে গাঁথা, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম।
সর্বজনশ্রদ্ধেয় মহীয়সী এ নারীর ৯১তম জন্মবার্ষিকীতে ফরিদপুর জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ ও পালন করে। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অম্বিকা ময়দানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুপুরে দিবসটি উপলক্ষে প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন