ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুর এলাকায় হরতাল চলাকালে বাসে আগুন, বিএনপির এক কর্মী নিহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ১:১২
নিহত বিএনপির কর্মী আব্দুর রশিদ
নিহত বিএনপির কর্মী আব্দুর রশিদ
রাজধানীর মোহাম্মদপুর হরতাল চলাকালে দুই বাসে আগুন, হায়েস,সিএনজি,বাস সহ ভাঙচুর করে হরতাল সমর্থনকারীরা। আব্দুর রশিদ নামে এক বিএনপির কর্মী নিহত। তিনি আদাবর থানা এলাকার সাবেক যুবদলের নেতা ছিলেন।বিএনপির ২৯ অক্টোবর ডাকা হরতালে মোহাম্মদপুর এলাকায় দুটি বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। ভোর ৫.২৫ ঘটিকায় স্বাধীন বাসে আগুন দেন দুর্বৃত্তরা। এতে দুইজন আটক হয়েছে মোহাম্মদপুর থানায়। এরপর সকাল ১০ ঘটিকায় পরিস্থান নামে আরও একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা।
 
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় ২৯ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় মোহাম্মদপুর  এলাকায় আসাদ এভিনিউ টাউন হল শহীদ পার্ক জামে মসজিদ মাঠের অপর সাইডে পরিস্থান পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো ব ১১ ৭৩২৯ যাত্রী নিয়ে আসাদগেট থেকে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে বাসস্ট্যান্ডে যাওয়ার পথে হরতাল পালনকারীরা আগুন ধরিয়ে দিলে বাসের সবগুলো সিট পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাইয়া আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত বাসে আগুন দেওয়া ব্যক্তীদের স্থানীয় জনগণ ধাওয়া করিলে ৩৩/সি আসাদ এভিনিউ নির্মাণাধীন ছয় তলা বিল্ডিং এর ছাদে দৌড়াইয়া উঠে লাফ দিয়ে নিচে পড়ে আব্দুর রশিদ (৩৫) নামের এক বিএনপি কর্মী নিহত হন। তার পিতার নাম  খলিল সর্দার, গ্রামের বাড়ি লালপুর থানার নাটোর জেলায়, অন্য এক সূত্রে জানা যায় আব্দুর রশিদ আদাবর থানার সাবেক যুবদল নেতা বর্তমান আদাবর থানা বিএনপির অন্তর্ভুক্ত ৩০ নং ওয়ার্ড বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন। নিহতের স্ত্রীসহ ২ সন্তান রয়েছে তিনি আদাবর সুনিবিড় হাউজিং ভাড়াবাড়ীতে থাকতেন।
 
 
আজিজ মহল্লা এলাকায় কাশবন রেস্তোরাঁর সামনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা বলেন সকাল ৬.৩০ মিঃ বিএনপির একটি মিছিল বের হলে মিছিলের সামনে দিয়ে একটি হায়েস গাড়ি যাওয়ার সময় দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে। এসময় একটি সিএনজিও ভাঙচুর করে বলে জানান স্থানীয়রা।
 
বসিলা ব্রিজ সংলগ্ন একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে, এতে একজন আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা, তারা আরও বলেন পরিস্থান নামে একটি বাস কেরানীগঞ্জ ঘাটার চর থেকে যাত্রী নিয়ে মোহাম্মদপুর আসার চেষ্টা করলে হরতাল পালনকারীরা গাড়িটিকে, গতিরোধ করে ভাঙচুর করে। স্থানীয় কয়েকজন দোকানদার বলেন, ঘটনার সময় পুলিশ ছিলোনা পরবর্তীতে আওয়ামী লীগের নেতারা এসে গাড়ির যাত্রীদের উদ্ধার করে এবং গাড়িটিকে সেপ স্থানে পাঠান।
 
এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আসাদ এভিনিউ, মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে,শ্যামলী, টাউন হল বসিলা এলাকায় অবস্থানে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আদাবর মোহাম্মদপুর এলাকায় হরতাল প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন দলের খন্ড খন্ড মিছিল দেখা গেছে। দুপুরে পরে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এছাড়াও দুপুর ২ টার পর থেকে  আপত্তিকর কোন ঘটনা চোখে পড়েনি।

এমএসএম / এমএসএম

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত