ওয়ার্ল্ড ভিশনের দেওয়া গরু পালনে স্বাবলম্বী পাউলিনা হাসদা
ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামের ইষ্টিন পাড়ায় পাউলিনা হাসদার (৫০) বাড়ি। স্বামী আর এক ছেলে দুই মেয়ে নিয়ে অতি কষ্টে চলছিল তার জীবন প্রবাহ। কৃষি প্রধান এলাকায় চাষাবাদের জমি না থাকায় অন্যের বাড়ি দিনমজুরির কাজ করে বড্ড অর্থ কষ্টে দিনাতিপাত করতে হচ্ছিল তার পরিবারকে। বেসরকারি উন্নয়নের সংস্থা "ওয়ার্ল্ড ভিশন" আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয় তার পরিবারে। পরোপকারী এই প্রতিষ্ঠান "ওয়ার্ল্ড ভিশন " তৎকালীন ধামইরহাট এডিপি হতদরিদ্রদের সহায়তার জন্য তালিকা প্রস্তুত করে। ২০১৭ সালে সহায়তা প্রার্থীর তালিকাভুক্ত হন পাউলিনা হাসদা। চূড়ান্ত তালিকা অনুযায়ী ওয়ার্ল্ড ভিশন থেকে "দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প" এর আওতায় একটি বকনা গরু প্রদান করা হয় পাওলিনা হাসদাকে। গরুর পালনের পাশাপাশি হাঁস-মুরগিও পালন করেন পাওলিনা হাসদা। দেড় বছরের মাথায় গরুটি একটি বাচ্চা দেয়। গরুর দুধ বিক্রি করে পাউলিনা হাসদা সন্তানের পড়ালেখার খরচ চালায় এবং সংসারের উন্নয়নে কাজে লাগায়।ক্রমেই গরুর বংশবৃদ্ধি হতে থাকে। গরুর দুধ বিক্রি থেকে অর্জিত অর্থ এবং গরুর বাছুর বড় হলে বাছুর বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সন্তানের পড়ালেখার খরচ বহনের পাশাপাশি সংসারের অন্যান্য উন্নয়নে কাজে লাগান পাউলিনা হাসদা ও তার স্বামী রোমান টুডু। এখন আর তাদেরকে অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করতে হয় না। অতি দারিদ্রতা কে দূরে ঠেলে স্বচ্ছলতার দিকেই ধাবিত হচ্ছে পাউলিনা হাসদার পরিবার। "ওয়ার্ল্ড ভিশন" ধামইরহাট এপি সচ্ছলতার রাস্তা দেখিয়েছিল বলে ওয়ার্ল্ড ভিশনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন পাউলিনা হাসদা ও তার পরিবার। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী বলেন, "শিক্ষার উন্নয়ন, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিকসহ বহুবিধ উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন কাজ করে যাচ্ছে। " ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল বলেন, "বাংলাদেশের জন্ম লগ্ন থেকে ওয়ার্ল্ড ভিশন এদেশের মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানুষের উন্নয়নই ওয়ার্ল্ড ভিশনের চাওয়া।"
এমএসএম / এমএসএম
আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার
কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ
জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা
ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো
মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত