অবরোধের প্রভাব পড়েনি রায়গঞ্জে-মাঠে থানা পুলিশ
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে চলছে বিএনপি ও জামায়াতের অবরোধ।
বিএনপি ও জামায়াতের ডাকা সারা দেশে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে ২ রা নভেম্বর মোট ৩দিনের অবরোধে রায়গঞ্জ উপজেলায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হতে দেখা যায়নি। প্রতিদিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশের।
সড়কে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল না করলেও সকাল থেকে সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থানা পুলিশের সদস্যরা। সতর্কমূলক টহল অবস্থায় দেখা গেছে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জসহ তাদের সঙ্গীয় ফোর্সদের।
সড়কে দূরপাল্লার বাস ছাড়া সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে।
হরতালপন্থী বা অবরোধ পালনকারী কোন গ্রুপের তৎপরতা দেখা যায়নি।মঙ্গলবার সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত চান্দাইকোনা,ষোল মাইল, ভুইয়াগাতি,সাহেবগঞ্জ,পৌর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
পৌর বাসস্ট্যান্ডের এক সিএনজি ড্রাইভার জানান, সকাল থেকে গাড়ি নিয়ে বের হয়েছি। পৌর এলাকা থেকে সিরাজগঞ্জ শহরগামী লোকাল যাত্রী পাওয়া যাচ্ছে। সড়কে তেমন কোন যামেলা নেই। পুলিশের সদস্যরা টহল দিচ্ছে।
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, পুলিশকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে জামায়ত-বিএনপি প্রমাণ করেছে তারা নাশকতা সৃষ্টিকারী,দেশদ্রোহী কর্মকাণ্ড কাজে লিপ্ত,প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে হবে। সেজন্য আমরা রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছি।
রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন,রায়গঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধ বা হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে।রায়গঞ্জের অংশে বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।
এমএসএম / এমএসএম
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা