রায়গঞ্জে অবরোধ প্রতিরোধে মাঠে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ইমরুল হোসেন
জনগণের জানমাল রক্ষায় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিরাজগঞ্জ-৩,রায়গঞ্জ-তাড়াশ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড.ইমরুল হোসেন তালুকদার ইমন।
বুধবার(১ লা নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিন রাজপথ মূলত দখলে রেখেছে তারা। রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার ওয়ার্ড পর্যায়েও মিছিল সমাবেশ করছেন মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন ও তার সমর্থকেরা।
এ সময় মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন জানান, জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে তিনি ও তার সমর্থকেরা মাঠে আছেন। সতর্ক পাহারারা পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সিরাজগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে মিছিল, সমাবেশ করেছেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তুলছি।
আশা করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই আসনে রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি রোধ করতে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধকল্পে, সকল অপতৎপরতাকে রুখে দিতে সর্বসাধারণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে সাথে নিয়ে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারো সরকার প্রধান করতে জনগণকে উদ্বুদ্ধ করতে কাজ করে চলেছি।
এ সয়ম থানা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মহাসড়ক এবং প্রতি ইউনিয়নে প্রধান প্রধান বাজারে অবরোধ বিরোধী মিছিল এবং সরকারের উন্নয়নের বার্তা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।
শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Link Copied