ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩-১১-২০২৩ দুপুর ২:৩১
জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ জাতীয় চার নেতার সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন,দিবসটি সারাদেশে এক যোগে পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গসংগঠন। 
 
জেল হত্যা দিবস উপলক্ষে আজ ৩ নভেম্বর ২০২৩ সকাল সাড়ে ৭ টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে এবং সকাল সাড়ে ৮ টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ।
 
 
বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ বাঙালি জাতির চার শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। 
 
 
সারাদেশে সংগঠনের সকল শাখা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে এবং সকাল সাড়ে ৭ টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ  এ-সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ মনির হোসেন ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ইসাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাওন হাওলাদার ও খালিদ বিন আওয়াল নোমান। 
 
আরও উপস্থিত ছিলেন  ৩৩ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি পদপ্রার্থী সোহেল রানা স্বপন। ৩১ নং ওয়ার্ড রাজু ও কবির সভাপতি পদপ্রার্থী। ৩১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাবুল হোসেন। ৩২ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী আরমান হোসেন।

এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত