ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে এসেছেঃ সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১১-১১-২০২৩ বিকাল ৫:৫৫

জেনেভা ক্যাম্পের গত ৫ দিন ধরে সংঘর্ষ নিয়ন্ত্রণ এসেছে বলে নিশ্চিত করেছেন ডিএনসিসির ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। সূত্রে জানা যায় গত ৬ নভেম্বর রোববার রাত সাড়ে ১০টার দিকে জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান জিলানীর অফিসে মদ্যপান অবস্থায় কামাল বিরিয়ানির মালিক (কামাল) ইলেকট্রনিক মিস্ত্রি বিচুকে একটি থাপ্পড় দিলে এই নিয়ে প্রতিবাদ করে জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান জিলানী। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

৫ দিন ধরে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা করায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।  পেট্রোলবোমা,রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সশস্ত্র মহড়া দিতে থাকেন। বৃহস্পতিবার দুপুরেও একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। পরবর্তীতে কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন নিজ উদ্যোগে ক্যাম্পের মসজিদ থেকে মাইকিং করে ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন বলে জানান ক্যাম্পের স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয়রা জানান, সংঘর্ষের পরদিন গোলাম জিলানী ও কামালকে পুলিশ আটক করে ঐ ঘটনায়। এর পরেরদিন তাদের ছেড়ে দিলে আবারও সংঘর্ষ বেড়ে যায়। এ সংঘর্ষ বন্ধে পুলিশ পর্যন্ত ক্যাম্পে ঢুকতে পারছিলেন না বলে জানান ক্যাম্পের স্থানীয় বাসিন্দারা।

পরবর্তীতে  শুক্রবার ১০ নভেম্বর ক্যাম্পবাসী কাউন্সিলর রাষ্ট্রনের কাছে বিষয়টি জানালে তিনি সংঘর্ষ চলা অবস্থায় ক্যাম্পের মসজিদের মাইকে ঘোষণা দেন সংঘর্ষ বন্ধ করার জন্য। এবং তিনি জানমাল রক্ষা করতে সংঘর্ষকারীদের অনুরোধ করেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান জেনেভা ক্যাম্পের বাসিন্দারা।

সূত্রে আরো জানা যায় সংঘর্ষে নেতৃত্ব দেন, সৈয়দপুরিয়া গ্রুপ ও বুনিয়া গ্রুপ। দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে ৫ দিন। দুই গ্রুপেরেই প্রায় শতাধিক আহত হয় বলে  বিভিন্ন সূত্রে থেকে জানা যায়। এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পটি।

ঘটনার সময় পরোক্ষভাবে জড়িত ছিলেন গোলাম জিলানীর ছেলে এবং ভাতিজারা। এ-সময় সংঘর্ষে নেতৃত্ব দেন জিলানির বড় ছেলে, গোলাম রাব্বানী, ভাতিজা নাসিম, মাহমুদ, মোহাম্মদ আলী,মামুন, শাহআলম, পাড় মনু, টুনটুন, ভুঁইয়া (সোহেল) ওরফে বুনিয়া সোহেল, আন্ডে আলমগীর, (এসপিজিআরসি) ছোটুর ছেলে ইমতিয়াজ, রানা, এরাই মুলত সংঘর্ষের সাথে জড়িয়ে পড়ে বলে স্থানীয়দের কাজ থেকে জানা যায়। স্থানীয়রা আরও বলেন এরা সবাই কোন না কোন মাদকের সাথে জড়িত রয়েছে। 

জেনেভা ক্যাম্পের ৫ দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটলে একাধিক আহত হলেও  এখনো কেউ মামলা বা অভিযোগ করেননি বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

এ বিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুল হক ভূঁইয়া বলেন, জেনেভা ক্যাম্পে সংঘর্ষের একটি ঘটনা ঘটলে পরবর্তীতে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে নিয়ন্ত্রণে এনেছি, বর্তমান পরিস্থিতি সান্ত আছে। ওসি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা কিংবা অভিযোগ করতে আসেনি। যাদি কেউ আইনি সহায়তা চায় তাহলে অবশ্যই আইনগত সহযোগিতা করা হবে।

এ বিষয় (এসপিজিআরসির) সভাপতি শওকত আলী সকালের সময়কে মুঠোফোনে বলেন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ওই সংঘর্ষটি ছিলো অনাকাঙ্ক্ষিত। দুই গ্রুপের সংঘর্ষে একাধিক আহত হয়েছে, একটি  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আমরা ক্যাম্পবাসী এমনটি আশা করি নাই। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসে সংঘর্ষের ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন তার সাথে স্থানীয় প্রশাসন ছিলেন।

জেনেভা ক্যাম্পোর চেয়ারম্যান গোলাম রাব্বানী জিলানীর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে সকালের সময়কে বলেন, আমার ক্যাম্পের একজন ইলেকট্রনিক মিস্ত্রি কে, কামাল বিরিয়ানির মালিক কামাল মদ্যপান অবস্থায় মারধর করে ওই ব্যক্তির নাম (বিচু,মিয়া)পরবর্তীতে এটি একটি সংঘর্ষে রুপ নেয়,এখন পরিস্থিতি শান্ত আছে, স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। বর্তমানে কোনো সমস্যা নাই।  

এ বিষয় কামাল বিরিয়ানির মালিকের স্যালক সাঈদ সকালের সময়কে মুঠোফোন বলেন, আমার দুলাভাই মদ্যপান করেন এটা অনেকেই জানেন, তিনি মদ্যপান অবস্থায় চেয়ারম্যান গোলাম রাব্বানী জিলানীর অফিসে গেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। আমার দুলাভাই সবসময় চেয়ারম্যান গোলাম জিলানীর সাথেই থাকেন।

ঘটনার আগমুহূর্তে আমি বলেছিলাম আমার দুলাভাই কামাল যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে। কিন্তু জিলানীর ভাতিজা ঘটনা স্থানে এসেই আমাকে একটি থাপ্পড় দেয়, এবং ভুঁইয়া সোহেল তার দলবল নিয়ে আমাদের বাসা এবং দোকান ভাংচুর করে। আমাদের পরিবারের মহিলা সহ ৪ জন আহত হয়।

এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত