স্ট্রিক সোলারে আলোকিত গ্রামীণ জনপদ

স্ট্রিক সোলারের আলোয় আলোকিত মুন্সীগঞ্জ পৌরসভার গ্রামীণ জনপদ। দিনের আলো নিভে যাওয়ার পর সন্ধ্যা নামলে ভুতুড়ে হয়ে ওঠে গ্রামাঞ্চল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ গ্রামীণ রাস্তায় বের হয় না। আগে রাতে মানেই গ্রামের মেঠোপথ থাকত গা ছমছমে অন্ধকারাচ্ছন্ন। তবে এখন গ্রামের সেই আগের চিত্র পাল্টাতে শুরু করেছে।
গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণের আওতায় এখন সন্ধ্যার পর সোলার বাতির আলোয় আলোকিত হচ্ছে গ্রামীণ জনপদ। সন্ধ্যা নামলেই সৌর বিদ্যুতের স্ট্রিট ল্যাম্পের আলোয় আলোকিত হয় গ্রামের জনপদ। মুন্সীগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর প্রত্যন্ত গ্রামের বিভিন্ন পয়েন্টে, রাস্তার মোড়, ছোট-বড় বাজারগুলোতে এখন সৌর বিদ্যুতের সোলার ল্যাম্প লাইট বসানো হয়েছে। এ আলোর কারণে গ্রামীণ জনপদে এসেছে নিরাপত্তা।
অন্য দিকে, সোলার ল্যাম্প লাইট সরকারের ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। নতুন অর্থবছরে এ সোলার ল্যাম্প লাইট বসানোর জন্য আলাদা বাজেটের কারণে দ্রুতগতিতে বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো। রাতে বোঝার কোনো উপায় নেই, কোনটি শহর আর কোনটি গ্রাম। সরকারের ইতিবাচক এ উদ্যোগ তাই সবার কাছেই প্রশংসনীয় হয়েছে।
মুন্সীগঞ্জ পৌরসভার দেয়া তথ্যসূত্রে জানা যায় জানা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে জলবায়ু কল্যাণ ট্রাস্ট কর্মসূচি প্রকল্পের আওতায় ১১২টি স্ট্রিট সোলার লাইট স্থাপন করা হবে, যার বাজেট হিসেবে বরাদ্দ হয় দেড় কোটি টাকা।
সরেজমিন দেখা যায়, শহর নয় প্রত্যন্ত গ্রামীণ জনপদের মোড়ে মোড়ে এখন সোলার ল্যাম্প লাইট দাঁড়িয়ে আছে। পৌরসভার দক্ষিণ ইসলামপুর, যোগিনীঘাট, মোল্লাপাড়া এলাকায় বসানো হচ্ছে স্ট্রিট লাইট। পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে স্থাপন করা হবে এই সোলার। চরকিশোরগঞ্জ মোল্লাপাড়া নদীর পাড় থেকে পূর্বপাড়া গ্রাম পর্যন্ত প্রায় ২০টি সোলার স্ট্রিট বসানো হয়েছে, যা সারাদিন সূর্যের আলোকে সঞ্চয় করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আলোকিত করে রাখছে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ গ্রামীণ জনপদ। আর এতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। কমেছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন ধরনের অপরাদ।
মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান বেপারী প্রতিবেদককে বলেন, গত কয়েক বছর আগে বাজারসহ বেশ কয়েকটি স্থানে মুন্সীগঞ্জ পৌরসভা কর্তৃক সোলার প্যানেলের স্ট্রিট লাইট লাগানো হয়েছে। নতুন করে আবার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে লাইট বসানো হচ্ছে৷ সন্ধ্যা হলেই এসব লাইট আলো দিতে শুরু করে। ফলে রাতেও নিরাপদে চলাচল করা যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে এ আলোর ব্যবস্থা থাকায় রাতে অপরাধ প্রবণতা অনেকাংশেই হ্রাস পাবে।
চরকিশোরগঞ্জ এলাকার আওলাদ হোসেন মাদবর ও অলি মিয়া জানান, আমাদের এই পূর্বপাড়া গ্রামটিতে রাস্তায় তেমন কোনো আলোর ব্যবস্থা নেই। ঝড়-বৃষ্টির দিনে এই লাইট গ্রামবাসীর অনেবকটা উপকারে আসবে। তাছাড়া এই গ্রামে অনেক চুরি ও ডাকাতি হয়। এই লাইটের কারণে এখন অনেকটা নিরাপদে থাকবে গ্রামবাসী। সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে এ লাইটে আলো জ্বলে ওঠে। এতে চাপ কমেছে বিদ্যুতের। লোডশেডিংয়ের ঝামেলা না থাকায় এসব সড়কের বাতিগুলো আলো দেয় সারারাত। এই আলোর ফলে চুরি, ডাকাতি, আগের তুলনায় অনেক কমেছে। আমাদের চলাচলে অনেক সুবিধা হয়েছে।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া এবং বিদ্যুৎ সাশ্রয় করা। আর এ কারণে ২০১৬ সালের স্ট্রিট সোলার লাইটের প্রকল্পটি হাতে নেয়া হয়। তার পর থেকে সারাদেশে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ কর্মসূচির আওতায় এ প্রকল্পের অধীনে কাজ শুরু হয়। মুন্সীগঞ্জ পৌরসভায় প্রচুর কাজ হয়েছে। নয়টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হবে সোলার স্ট্রিক লাইট। কাজ চলমান রয়েছে। গ্রামের মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ঘাটগুলো এবং নতুন ও পুরাতন সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ লাইট স্থাপন করা হবে।
এমএসএম / জামান

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩
