বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার আয়োজনে ১১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে হাইমচর উপজেলার দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে হাইমচর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল রহমান এর তত্ত্বাবধানে বৃত্তি পরীক্ষায় ১১ টি প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
পরীক্ষা পর্যবেক্ষণে আসেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, চাঁদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ সবুজসহ বিভিন্ন বিদ্যালয় প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিক্ষা শেষে হাইমচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম বলেন, এই বহিরী আবহাওয়ার মধ্যে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র-ছাত্রী এইবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় সকল অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদেরকে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এমএসএম / এমএসএম