নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২০২৪ উপলক্ষে আলোচনা সভা

আবার জমবে মেলা প্রাণের প্রাঙ্গণে’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার হাইমচরের ঐতিহ্যবাহী. নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২০২৪ আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারির ৯ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকালে রাজধানীর পুরানা পল্টন (জাতীয় ক্রীড়া পরিষদ ভবন) পুস্পদাম পার্টি সেন্টারে আলোচনা সভা ও প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী ২০২৪ আয়োজক কমিটি।
অনুষ্ঠানে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও পুনর্মিলনী ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক মোঃ ফায়কুজ্জামান বাদশা।
এ সময় প্রাক্তন ছাত্র পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তাদের বক্তব্যে চাঁদপুরের হাইমচর উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীর ভাঙনের কথা উঠে আসে। বর্তমানে তা রোধ হয়েছে। আগামীর হাইমচরের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন। এ ছাড়া শত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। স্মৃতি বিজড়িত অনেক ঘটনা নিয়ে আলোচনা হয়।
এ সময় নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও রুপকার আলহাজ্ব খান সাহেব আলী হোসেন মাঝির কথা স্বরণ করেন।
প্রেস ব্রিফিংয়ে ফায়কুজ্জামান বাদশাহ জানান, পুর্নমিলনীতে শুধুমাত্র বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ হাজার টাকা। তবে এসএসসি ২০২২-২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ১৫০০ টকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ২৫ নভেম্বর ২০২৩ থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি ২০২৪।
অনুষ্ঠান সূচির বিষয়ে আরও জানান, আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় জনতা বাজারে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে আইডি কার্ড ও গিফট ভাউচার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে তা চলবে শনিবার দিনব্যাপি। দুই দিনব্যাপি এ আয়োজন শতবর্ষী এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মেলায় রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম

তেজগাঁও মডেল হাই স্কুলের মেইন গেইট উদ্বোধন করেন সাইফুল আলম নীরব

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা এখন ডাকসুর নির্বাচনে

সেনা সদরের বক্তব্য প্রত্যাখ্যান করছে গণঅধিকার পরিষদ

উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রমের ষষ্ঠ দিনেও সক্রিয় অংশগ্রহণ মুহাম্মদ আফাজ উদ্দিনের

মৃত্তিকায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বারবার অভিযানের পরও থামছে না উত্তরা রেসিডেন্স আবাসিক হোটেলের অনৈতিক কার্যকলাপ

যানবাহনের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে প্রদানে দূর্ণীতির আশঙ্কা

ডেমরায় নেশার টাকা না দেয়ায় বাবার সাথে ধস্তাধস্তিতে ছেলের মৃত্যু

নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় দক্ষিণখানে রাজউকের উচ্ছেদ অভিযান

সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক ও যুবলীগ নেতা মনির (আলাল-দুলাল) দুই ভাই বেপরোয়া

নিটোরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

গণ-অভ্যুত্থানের পরেও অটল: নিষিদ্ধ দলের নেত্রী নাজিবা নাহিদ খানের ঔদ্ধত্য ও রহস্যময় দাপট
