শান্তিগঞ্জে কাঁচামরিচের দাম আকাশচুম্বি, ক্রেতাদের নাভিশ্বাস
ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে কাঁচামরিচের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে শান্তিগঞ্জের খুচরা বাজারে মরিচের দাম বেড়েছে কেজিতে ১৫০ টাকা। বর্তমানে খুচরা বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকা। মঙ্গলবার (১০ আগস্ট) শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাঁচামরিচের ঝালে নাকাল হয়ে পড়েছেন ক্রেতারা। এতে মধ্যস্বত্বভোগী আড়তদার ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।
এদিকে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক এবং দাম নাগালের মধ্যে রাখতে বাজারে যদি এলসি কাঁচামরিচ আমদানি করা হয় তবেই বাজারে স্বস্তি ফিরে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়িরা। বর্তমানে কাঁচামরিচের এই দামে ব্যবসায়ী ও উৎপাদনকারীরা হাসিতে ভাসলেও মরিচের ঝালে চোখ মুছতে হচ্ছে ক্রেতাদের।
উপজেলার গনিগঞ্জ বাজারের সবজি বিক্রেতা সাদিকুর রহমান বলেন, কয়েক দিন টানা বৃষ্টির কারণে এখন প্রতিদিনই কাঁচামরিচের দাম বাড়ছে। বেশি দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
শান্তিগঞ্জ বাজারের সবজি বিক্রতা মো. আব্দুল হামিদ বলেন, পাইকারি আড়তে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিক্রেতারা বেশি দামে মরিচ বিক্রি করছেন। তাই আমাদের বেশি দাম দিয়ে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দুই দফা মরিচ কিনতে গিয়ে দুই দাম দিতে হয়েছে। এক মাসে আগেও কাঁচামরিচের দর ৫০-৬০ টাকার মধ্যে ছিল। কখনো কখনো তা ৪০ টাকায়ও নেমেছে। গত সপ্তাহে এ মরিচ বিক্রি করেছি ১০০ টাকা আর এখন এই মরিচ বিক্রি করতে হচ্ছে ২৬০-২৭০ টাকায়।
শান্তিগঞ্জ বাজারের আরেক সবজি বিক্রেতা মো. জামিল হোসেন বলেন, দেশের কোথাও কোথাও সার্বিক বন্যা এবং বৃষ্টিতে মরিচ ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। এ কারণে আড়তগুলোয় পর্যাপ্ত কাঁচামরিচ নেই। এতে মরিচ আমদানি কম হচ্ছে। তাই দাম একটু বাড়তির দিকে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে।
প্রতিদিনের মতো একই বাজারে নিত্যপণ্য কিনতে আসা পারভিন বেগম বলেন, সবজি বাজারে এসে ১ কেজি কাঁচামরিচ যে কিনব সে সাহস করতে পারি না। গত এক সপ্তাহ ধরে কাঁচামরিচের আকাশছোঁয়া দামে বাজারে যে ঝাল শুরু হয়েছে। তাই বাজারে এসে স্বস্তিতে নিঃশ্বাসও ফেলা যাচ্ছে না।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান জানান, সাপ্লাই কম হওয়ার কারণে কাঁচামরিচের দাম বেশি হতে পারে। তবে বাজারের দাম স্থীতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আতিকুর রহমান জানান, হাওরাঞ্চলের কৃষকরা এমনিতেই সবজি উৎপাদনে বিমুখ। এজন্য কৃষকদের সবজি চাষে উৎসাহ প্রদানে আমাদের মাঠপর্যায়ে একটি প্রকল্প রয়েছে। তাছাড়া হাওরে কাঁচামরিচের উৎপাদন কম হওয়ায় দাম একটু বেশি রয়েছে এখানে। বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত মরিচের দাম পাওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন মরিচ চাষে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁওয়ে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল চুরি
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ভোগান্তিতে দুমকীর জনসাধারণ
কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন
বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ
রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড
রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা
দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ
বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক