রায়গঞ্জে শতভাগ জন্ম নিবন্ধন করে সেলাইমেশিন পেলেন আদিবাসী নারীরা
সিরাজগঞ্জের রায়গঞ্জ দরিদ্র, অসহায় ও দুস্থ আদিবাসী অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের উদযোগে শতভাগ জন্ম নিবন্ধন পরিবারে মাঝে সামাজিক বেষ্টনী হিসাবে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেশ সেরা ও জেলা সেরা ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, ইউপি সচিব রোজিন পলাশ, সকল ইউপচি সদস্য, গ্রাম পুলিশের সদস্যরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিন শতভাগ পরিবারের মাঝে জন্ম সনদ তৈরি করে প্রায় ৩শতাধিক পরিবার। এর মধ্যে যাচাই-বাছাই করে লটারির মাধ্যমে ৭ জন দরিদ্র, অসহায় ও দুস্থ, আদিবাসি নারী ও কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সন্তোষ খুশি দরিদ্র অসহায়,আদিবাসী নারীরা। এ বিষয়ে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, গণপ্রজাতন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম ও মৃত্যু নিবন্ধন কারযক্রম সফলভাবে শতভাগ বাস্তাবায়নের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষের দারিদ্র্যতা ঘুচিয়ে সাবলম্বী করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ের বিনোদবাড়ি এলাকার বিনয় চন্দ মাহাতার স্ত্রী সেলাই মেশিন পাওয়া অন্যন্যা মাহাতো বলেন, আমার স্বামী একজন রিকশাচালক। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। আমি সব পরিবারের সকল সদস্যদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে শতভাগ জন্ম নিবন্ধন করার কারণে আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাব একই ইউনিয়নের শ্রীমতি শিমা রাণী বলেন, সেলাই মেশিনের প্রশিক্ষণ নিয়েছি অনেক আগেই কিন্তু টাকার অভাবে একটি মেশিন কিনতে পারি নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের পক্ষ থেকে আমাকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে। আমি তাদের ওয়াদা করেছি সেলাই মেশিনটি দিয়ে টাকা উপার্জন করে অন্য আরেকজন কর্মহীন নারীকে উপহার দিয়ে দেব। একটি সেলাই মেশিন থাকলে মাসে কমপক্ষে ২ হাজার টাকা আয় করা যায়। আর যতদিন বেঁচে থাকবো আমাদের যারা সহযোগী করেছে তাদের ভুলবো না।
এমএসএম / এমএসএম
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা