রায়গঞ্জে কৃষকের ফলানো সবজি বাজারে, দাম হাতের নাগালে
সিরাজগঞ্জের রায়গঞ্জে উৎপাদন বেড়ে যাওয়ায় শীতকালীন সবজির দাম অনেকটা কমেছে।সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সব ধরনের সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। এতে সাধারণ দিন মজুরের মাঝে হতাশা ।উপজেলার সবজি ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজি বাজারে বেশি পরিমাণে আসতে শুরু করায় আগের তুলনায় দাম কমেছে।
হালকা শীতকে সামনে রেখেই চাষিরা শীতের সবজি চাষ করেছে। দাম বেশি পাওয়ার আশায় অনেক কৃষকই আগাম সবজি চাষ করেছে বলেছেন উপজেলা কৃষি অফিস।সবার প্রথমে আগাম শীতকালীন সবজি বাজারে তুলতে ও অধিক আয়ের আশায় প্রতিযোগিতায় নেমেছে চাষিরা। এসব সবজিতে বাজার ভরে উঠেছে।
শস্যভান্ডার রায়গঞ্জের চান্দাইকোনা,
নিমগাছী,ভুইয়াগাতি,ধানগড়া হাট-বাজার ও মাঠে মাঠে শোভা পাচ্ছে শীতের নানা সবজি।রায়গঞ্জ কৃষি অফিস বলছে, শীতের আগেই আগাম শীতকালীন সবজি আসা শুরু করেছে বাজারে।
উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকেরা প্রচুর পরিমাণে শীতকালীন সবজির আবাদ করেছেন।উপজেলার চাহিদা মিটিয়ে এসব সবজি যাচ্ছে দেশের রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায়।
রায়গঞ্জের বন্দরনগরী চান্দাইকোনা হাট থেকে পাইকাররা এসব সবজি কিনে ঢাকা, চট্রগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
রায়গঞ্জে উৎপাদিত সবজির চাহিদা রয়েছে প্রচুর। যার ফলে প্রতি বছর এ উপজেলায় সবজি আবাদ বেশি করে কৃষকেরা।
চান্দাইকোনা, নিমগাছী,ধানগড়া, ভুইয়াগাতি, বাজার ঘুরে দেখা যায় প্রচুর শীতকালীন সবজি আসছে সবজির দাম কমেছে কেজি প্রতি ১৫ থেকে ২০টাকা।
বাজারে বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতিকেজি ৩০ থেকে ৩৫ টাকা, ধনিয়া পাতা ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ৩৫ থেকে ৪০ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, মরিচ ১২০ থেকে ১২০ টাকা, পুঁইশাক ১৫ থেকে ২৫ টাকা, শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৫০ টাকা ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। লাল শাক ৫ থেকে ১০ টাকা প্রতি হাটি দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।
নিমগাছী হাটের খুচরা সবজি ব্যবসায়ী মো: কামাল সরকার জানান, বাজারে এখন প্রচুর সবজি। দাম কমে যাওয়ায় ক্রেতারা বেশি বেশি করে সবজি কিনছেন। বাজারে শীতকালীন সবজির আমদানি আরও বাড়বে। আমদানি যত বাড়বে ততই দাম কমবে। পাইকারি বাজারেও এখন সবজির দাম কম।চান্দাইকোনা বাজারে বাজার করতে আসা কাজল দাস জানান, শীতকালীন সব ধরণের সবজি বাজারে পাওয়া যাচ্ছে। আগের চেয়ে এখন দাম অনেক কম।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ জানান, এ বছর রায়গঞ্জে শীতকালীন আগাম সবজি চাষ হয়েছে বেশি। যা থেকে রায়গঞ্জ অঞ্চলের চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও সবজি বিক্রি করা হচ্ছে।
আবহাওয়াগত কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জ সবজির ভালো উৎপাদন হয়ে থাকে। এবছরও ভালো সবজি চাষ হয়েছে এ অঞ্চলে। এ কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তাছাড়া উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের নানা ধরনের পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়ে সয়হতা করছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।