শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মনোনয়নপত্র দাখিল
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ইসডু পাটোয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া প্রমুখ।
মনোনয়ন দাখিল শেষে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এমএসএম / এমএসএম