কোনাপাড়ায় ভাঙ্গা সড়কে চরম জনদুর্ভোগ, ফুটপাত দখল করে চাঁদার তোলার অভিযোগ
রাজধানীর ডেমরার যাত্রাবাড়ী সীমানাঘেষা সবচেয়ে বড় ও ব্যস্ততম কোনাপাড়া মূল সড়কে ভাঙ্গা রাস্তায় দূর্ভোগ নিয়ে চলাচল করছে কয়েক লক্ষাধিক পথচারী ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ।কয়েকমাস পর পর কোনাপাড়া সড়কে চলাচলকারী সকল যানবাহন ও গ্যারেজ মালিকদের কাছ থেকে রাজনীতিক প্রভাব খাঁটিয়ে চাঁদা তুলে সুরকি ও বালু দিয়ে সলিং করা হলে ও তা বেশি দিন টেকসই হচ্ছে না।সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়তই যানযট থাকে এই সড়কটিতে।ভাঙ্গা ও কদমাক্ত এই রাস্তায় মানুষ চরম ভোগান্তির শিকার হয় প্রতিনিয়ত।কোনাপাড়া সড়কে দু পাশে ভাসমান হকারদের কারনে ও রাস্তা সংকোচন হয়ে রয়েছে তার উপর আবার রাস্তার শোচনীয় অবস্থা। যার ফলে যানবাহন ও পথচারীদের ভীড় যেন রয়েই যায় সারাদিন।তবে সড়কের যে কাজ করা হয় তা নিয়েও যথেষ্ট অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। এসব কাজের ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকলেও কেউ সেদিকে কর্ণপাত করছে না ফলে রাস্তা আবার সেই পূর্বের স্থানে ফিরে যায়। তাই ভাঙ্গাচুরা রাস্তাই যেন নিত্য সঙ্গি এই এলাকার জনপদের।সড়ক থেকে চাঁদাবাজরা পায়দা লুটে নিলে ও ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।রাতের বেলায় দু,এক কিলোমিটার সড়কে যান চলাচল থেকে শুরু পথচারীদের চলাচলে খুব কষ্ট হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও চাঁদাবাজদের চাঁদা উত্তোলনে বন্ধ করতে নিষেধ করলে ও কর্নপাত করছে।
কিন্তু ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই রাস্তাটির শুরুতেই বেশ কয়েকটি ভাঙন রয়েছে কয়েকমাস থেকেই। সামান্য বৃষ্টিতেই পানি জমে কর্দমাক্ত হয়ে যায় গর্তগুলো।স্থানীয় এমপি কাজী মনুরুল ইসলাম মনুর নাম ভাঙ্গিয়ে ফুটপাত হতে চাঁদা আদায় পাশাপাশি অবৈধ অটোরিকশার ও দূরত্ব রয়েছে এখানে।স্থানীয় ৬৪ নং ওয়ার্ডের আ,লীগ নেতা আশফাকুর রহমান ভুট্টাের সহযোগী সাদ্দাম, তাকিশ ও সাদ্দামের সহযোগী চাঁদা উত্তোলনকারী কয়েকজনের বিরুদ্ধে ভ্যান প্রতি দুইশত এবং ভাসমান জায়গায় স্থায়ী দোকান বসা বাবদ দুইশত থেকে তিনশত টাকা ও কোনাপাড়া, স্টাফ কোয়ার্টার সড়কে চলাচলকারী প্রায় হাজারের বেশি অবৈধ অটো রিকসা হতে বিশ থেকে পঞ্চাশ টাকা দৈনিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
শামসুল হক খান স্কুলের শিক্ষার্থী মোঃরাফিউল ইসলাম বলেন, গত সপ্তাহে অটোরিকশায় যাওয়ার পথে অটোরিকশা উল্টো গিয়ে আমরা মারাত্মক ব্যাথা পাই।আতঙ্ক ও ভয় নিয়ে কোনাপাড়ার সামনের অংশ দিয়ে চলতে হয়।কোনাপাড়া সড়কে চলাচলকারী বাইকার নুর মোহাম্মদ নোমান জানান,সন্ধা হলেই কোনাপাড়া সড়কে অটোরিকশা জ্যাম লেগে থাকে।মানুষের চলাচল বৃদ্ধির সাথে দু,পাশে দোকান বসার কারনে সীমাহীন দূর্ভোগ থাকে। অপ্রাপ্ত বয়স্ক কিছু চালক এমনভাবে অটোরিকশা চালায় মনে হচ্চে বিমান চালাচ্ছে এসব চালকদের বেপরোয়ার জন্য আমরা বাইকাররা ও এই সড়ক পরিহার করি বেশির ভাগ সময়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশা চালক বলেন,প্রতিটি অটোরিকশা হতে দুইশত টাকা নেয়া হয়েছিল সড়কটি মেরামত করার জন্য, কিন্তু নামেমাত্র মেরামত করে দায়সারা উল্টো এখন শোচনীয় অবস্থা রাস্তার।
কোনাপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সোহেল রানা বলেন,ফুটপাত দখলবাজদের বিরুদ্ধে প্রশাসন বরাবরই কঠোর।ফুটপাত দখল করে কাউকে অবৈধ বানিজ্য করতে দেয়া হবে না বলে জানান।কোনাপাড়া মূল সড়কের যাওয়ার রাস্তায় ভাসমান হকারদের আমরা সরিয়ে জনদূর্ভোগ দূর করেছি।রাস্তাটি মেরামতের বিষয়ে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল জানান, আমার ব্যক্তিগত উদ্যােগ হতে কয়েকবার রাস্তাটি মেরামত করা হয়েছে , সড়কটি আমার আওতায় না সড়ক ও জনপদ বিভাগের আওতায়।তবে যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষটি জানানোর পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।ফুটপাত দখলের বিষয়ে তিনি জানান, কয়েকবার বলার পর ও চাদাবাজি বন্ধ হচ্ছে না, স্থানীয় এমপির কিছু লোক এই চাঁদাবাজির সাথে জড়িত।
কোনাপাড়া ফুটপাত দখল করে রাস্তা সংকোচনের বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন,সরেজমিনে পরিদর্শন করে ফুটপাত দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
বিমানবন্দরে নিয়োজিত এক অঙ্গীভূত আনসার সদস্যের বিচ্ছিন্ন অনৈতিক ঘটনা এবং গৃহীত দ্রুততম প্রশাসনিক ব্যবস্থা
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত মশার ঔষধের সঠিক প্রয়োগ ও বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
ডেমরা থানা বিএনপির কমিটি ঘোষণা
২০২৪ সালের সেরা গীতিকার এ্যাওয়ার্ড পেলেন সিনিয়র সাংবাদিক ও গীতিকবি রোস্তম মল্লিক
এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন তালুকদার
শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি প্রসারে মন্ত্রণালয়ের আশ্বাস
সাইফুল আলম নিরবকে ঢাকা -১২ আসন মনোনয়ন দেওয়ায় আনন্দের বন্যা
অনুমোদনবিহীন ড্রাইভিং ট্রেনিং সেন্টার, সড়কে বাড়ছে ঝুঁকি
ডিএনসিসির ৫০ নং ওয়ার্ডে যানজট নিরসনে নব উদ্যোগঃ আয়োজনে উন্নয়ন পরিষদ
ভবন দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধিতে জোর, ফায়ার সার্ভিসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশে পলিনেটের মাধ্যমে আঙুর চাষে বিপ্লব ঘটানো সম্ভব
জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা