ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

হাজারীবাগ এলাকায় জমি দখলের চেষ্টা, দুই মামলায় আটক ১


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ১:৫২
রাজধানীর বসিলার হাজারীবাগ এলাকার ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের মেইন রোডের শেষ মাথায় একটি বাউন্ডারি দেওয়া জমি দখল চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় ১ জনকে আটক করে  পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক ওই ব্যক্তির নাম মোহন। তার বাসা মোহাম্মদপুর বাঁশ বাড়ি এলাকায়। গতকাল সোমবার ১৭ ডিসেম্বর দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমি দখল করতে গেলে আলী হোসেন নামে এক ভদ্রলোকের বাসায়ও হামলার ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ এসেছে সকালের সময়ের হাতে। ফুটেজে দেখা যায়, আলীর বাড়ির গেটে পা দিয়ে গেঁটে আগাত করছে কয়েকজন দুর্বৃত্ত এবং আলীকে বাসা থেকে বের হতে বলছে। কিন্তু আলী তখন বাসায় ছিল না। 
 
 
জমি দখলের বিষয় মো. মাহমুদ রহমান বলেন, আমি এবং আমার পরিবারের কয়েকজন মিলে ২০২২ সালে শ্রীখণ্ড মৌজায় ১৩ শতাংশ জমি ক্রয় করি। যার সি.এস খতিয়ান-৬২, এস,এ খতিয়ান-৭০, আর, এস খতিয়ান-৫৪ মহানগর খতিয়ান-৩৩২, সি, এস দাগ নং-৬৪, এস, এ দাগ নং-৬৪ আর,এস দাগ নং-১১১, মহানগর দাগ নং-৮৮ এতো, কিন্তু কবির নামে আমাদের জমিটি তার বলে দাবি করলে একটি মামলা করে। পরবর্তীতে এটি এসিল্যান্ড দায়িত্ব পায়,
১৭ ডিসেম্বর সকাল ১১ টায় এসিল্যান্ড জমিনটি পরিদর্শন করে গেলে এর পরপরই ৪০ থেকে ৪৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কেনা জমিনটি দখল করতে আসে। এসময় পাশের বাড়ির বড় ভাই আলী সাহেবের বাসায়ও হামলা চালায়,তার বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তিনি আরো বলেন, এই হামলাকারীরা সবাই মোহাম্মদপুরে থাকে, এবং মোহাম্মদপুর এলাকার আওয়ামী যুবলীগের এক নেতার ছত্রছায়ায় এই হামলা হয়েছে বলে তাদের দাবি। 
 
          ( ছবিঃ ভুক্তভোগী আলী হোসেন)
এবিষয় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, বসিলা ব্রিজ সংলগ্ন হাজারীবাগ থানা এলাকায় একটি জমি সংক্রান্ত বিষয় হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে, মামলার বাদী একজন হচ্ছে মো. আলী হোসেন অন্যটির বাদী মোহাম্মদ মাহমুদ রহমান। ওই ঘটনায় একজনকে আটক করেছি। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এই মামলায় ১৫  থেকে ২০ জন কে, আসামি করা হয়েছে, এরা সাবাই হামলার সাথে জড়িত আমরা ঘটনাটি তদন্ত করে সকলকেই আইনের আওতায় আনার চেষ্টা করছি।
 
এই মামলার এজাহারে দেখা ১২ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়, এরা হচ্ছে, মোঃ কবির হোসেন (৪০) মোঃ মুকুল (৪৮)  মোঃ সাদেক (৫০) মোতালেব হোসেন (৬০) মোঃ আক্তার হোসেন (৪৫)  মোঃ রিতু (৩০)  মোঃ শাকিব (২৫) মোঃ মহন (২৪) মোঃ শাহীন (৩২)  মোঃ সোলেমান (২৮) মোঃ রাসেল চৌকিদার (৩০)  মোঃ বাবু (২২)  মোঃ রাফি (৩৫) মোঃ সেলিম (৩৫)  সহ অজ্ঞাতনামা আরো ২০/২২ জনদের এই মামলায় আসামি করা হয়।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা