ডিবি পরিচয়ে যুবককে অপহরণ, দুই এসআই রিমান্ডে
রাজধানীর শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে এক যুবককে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের মুখে নগদ ও ব্যাংক মিলিয়ে ৯ লাখেরও বেশি টাকা হাতিয়ে নেন শাহ আলী থানার দুই উপ-পরিদর্শক (এসআই) তুহিন কাজী ও মশিউর রহমান তাপস।
গত ৯ ডিসেম্বর এই সন্ধ্যায় একটি নীল রঙের প্রাইভেটকার গাড়ি দিয়ে তিনজন মিলে অপহরণ করেন। এই ঘটনায় ভুক্তভোগী গত ১৫ ই ডিসেম্বর দুপুরে বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় অজ্ঞাত তিন ব্যক্তীকে আসামি করে মামলা করেন। মামলা নম্বর - ২৯। পরবর্তীতে জানা যায় ওই তিন ব্যক্তীর দু'জনই ছিলো পুলিশ সদস্য। মামলায় ভুক্তভোগী অভিযোগ করে বলেন, গত ৯ ডিসেম্বর বিকেলে ৩টার দিকে শেরে বাংলা নগর থানা এলাকায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু তাকে না পেয়ে রিকশায় করে পান্থপথের বাসায় ফিরে যাওয়ার সময় শেরেবাংলা নগর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনের সামনে নীল রংয়ের একটি প্রাইভেটকার এসে ভুক্তভোগীর রিকশার গতিরোধ করে। গাড়ি থেকে তিনজন অজ্ঞাতনামা নেমে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে প্রাইভেটকারে তুলে নেয়। এই সময়ে পকেটে থাকা ১৬ হাজার টাকা দামের মোবাইল, ১ লাখ ৭০ টাকা নিয়ে নেয়। এরপর গাড়িতে তুলে কালো কাপড় দিয়ে চোখ ও মুখ বেঁধে ফেলে। এই অবস্থায় গাড়িতে করে ভুক্তভোগীকে অপহরণকারীরা একটি অজ্ঞাত স্থানে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। ভুক্তভোগীর মানিব্যাগে থাকা ডিবিবিএল ব্যাংকের এটিএম কার্ডের পিনকোড চায়। তাদের কে পিন কোর্ড দিতে অস্বীকার করলে নির্যাতন করে। এরপর নির্যাতনের মুখে পিন কোর্ড নিয়ে ব্যাংকের ব্যালেন্স জেনে নেয়। তারপর ভুক্তভোগীর মোবাইলে একটি এ্যাপ্স ইনস্টল করে। এরপর সেই এ্যাপ্স ব্যবহার করে একটি সিটি ব্যাংকের একাউন্টে পৃথক পৃথক লেনদেনে বিবাদীরা সিটি ব্যাংকের একাউন্ট ৭ লাখ ৩৩ হাজার ৩০ টাকা ট্রান্সফার করে নেই। সব মিলিয়ে ভুক্তভোগীর কাছ থেকে তারা ৯ লাখ ১৯ হাজার ২৯ টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী মামলায় আরও অভিযোগ করেন, টাকা হাতিয়ে নেওয়ার পর অপহরণকারীরা একটি সাদা কাগজে তার স্বাক্ষর নেয়। এরপর তাকে আবারও কালো কাপড় দিয়ে চোখ ও মুখ বেঁধে রেখে রাত সাড়ে ৯টার দিকে মিরপুর -১ নম্বর এলাকায় নামিয়ে দেয়। সেখান থেকে ভুক্তভোগী বাসায় গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি থানা এসে মামলা করেন।
থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মামলাটি তদন্তে নেমে দুই পুলিশ কর্মকর্তাকে সনাক্ত করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর বিষয়টি শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানালে তিনি অভিযুক্তদের শেরে বাংলা নগর থানা পুলিশের হাতে তুলে দেন। এরপর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার