গাজীপুরে পরিবেশ দূষণ থেকে উত্তরণে নাগরিক সংলাপ

গাজীপুরে পরিবেশ দূষণ থেকে উত্তরণে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এ সংলাপের আয়োজন করে বেলা ও নদী পরিব্রাজক দল।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান। অনুষ্ঠানের শুরুতেই গাজীপুরের দখল দূষণ নিয়ে বিশদ প্রবন্ধ উপস্থাপন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নদী রক্ষা কমিটির সদস্য অধ্যপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা সমাজ সেবার উপপরিচালক আনোয়ার হোসেন, রিভার এন্ড ডেল্টা রিচার্স সেন্টারের চেয়ারম্যান মো: এজাজ, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমিন জাহান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, পরিবেশ নিয়ে আমরা যখন কথা বলি, তখন একদল শক্তিশালী মানুষদের বিপক্ষে লড়তে হয়। তাই আমাদের সব শক্তি একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমাদের ডকুমেন্টস সংগ্রহ করতে হবে, বনের সীমানা চিহ্নিত করতে হবে। তবেই আমরা আইনি পদক্ষেপ নিতে হবে৷ কারণ যারা দখলকারী তারা অন্তত শক্তিশালী, সুতরাং তাদের সঙ্গে লড়তে হলে আমাদের সঠিক তথ্য লাগবে। ছোট ছোট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে কাজ করতে পারি। এরা উঠোন বইঠোক করে, প্রশিক্ষণ দিয়ে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান বলেন, বাংলাদেশে প্রতিদিন সবকিছুর পরেও একজন মানুষ থেকে অন্তত ৫০০ গ্রাম বর্জ্য উৎপাদন হয়। তাহলে দিনে ১৬ কোটি জনগোষ্ঠীর বর্জ্য হচ্ছে প্রতিদিন ৮ কোটি কেজি৷ আপনারা বন নিয়ে , পরিবেশ নিয়ে এবং দখল দূষণ নিয়ে কথা বলেছেন। এগুলো পর্যায়ক্রমে কাজ কটতে হবে। এসময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনারা কিছু তথ্য দিয়ে সহযোগী করতে পারেন৷
গাজীপুর জেলা সমাজ সেবার উপপরিচালক আনোয়ার হোসেন, যদি বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা যেতো তাহলে আরও ভালো হতো। সিটি কর্পোরেশন থেকে বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু সঠিক কাজটা হচ্ছে না। বর্জ্যগুলো একটি বালতিতে না ফেলে দুটো বালতিতে ফেলা হতো। একটিতে ময়লা, অন্যটিতে পচনশীল ময়লা রাখা যেতো, তাহলে ভালো হতো৷ এটি করতে হবে সিটি কর্পোরেশনকেই৷
রিভার এন্ড ডেল্টা রিচার্স সেন্টারের চেয়ারম্যান মো: এজাজ বলেন, গাজীপুরের নদী ও দূষণকে বাদ দিয়ে কাজ করলে সফলতা আসবে না। গাজীপুরের ৩ টি নদী বাদ দিওয়ে সব নদী দূষণ হয়ে গেছে। গাজীপুরের পানি সারা দেশের মধ্যে সবচেয়ে খারাপ। আলোচনায় উঠে এসেছে সমস্যাগুলো। আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন যায়গা বরাদ্দ হচ্ছে না। রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে কিন্তু দূষনের বিষয়ে কাজ তেমন হচ্ছে না।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন বলেন, আমাদের নতুন প্রজন্মকে নদী চিনতে হবে। নদী এবং পরিবেশ সম্পর্কে উন্নত এবং স্পষ্ট ধারণা, নদীর বহুমাত্রিক ব্যবহার, নদীর সুরক্ষা ও সংরক্ষণের নিয়ম জেনে সমাজের প্রয়োজনে তা কাজে লাগানো এবং সর্বোপরি নদীর সঙ্গে স্বাস্থ্যকর সহাবস্থানের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি গড়ে তোলার প্রচেষ্টা শৈশব থেকেই শুরু হওয়া উচিত।
এসময় উপস্থিত ভুক্তভোগী জনগোষ্ঠী'ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন৷ তারা দখল দূষণের বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন, প্রতিকারের কি ব্যবস্থা আছে, সেসব বিষয়ে আলোচনা করা হয়। নদী, পরিবেশ ও বনভূমি দখল ও দূষণের বিভিন্ন পয়েন্ট ও স্থান চিহ্নিত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গানছবি ফোক ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল কবি মোস্তফা খান ও শিল্পীরা নদীর দখল-দূষণ ও নদীর কান্না নিয়ে সংগীত পরিবেশন করেন৷ এসব শিল্পীরা নদী নিয়ে দীর্ঘদিন ধরে গান রচনা ও গেয়ে আসছেন।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যান আয়ুব আলী সরকারের মৃত্যু: শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ গ্রেফতার

কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

সিংড়ায় মসজিদের নামে জোড়পূর্বক একটি পৈতৃক জমি দখলের অভিযোগ

পাইকগাছায় কালিনগর কলেজের নব নির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

চীনের অর্থায়নে হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে গণজমায়েত

কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে মিললো ৪ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি

কাপ্তাই সড়কে টায়ার জ্বালিয়ে ব্লকেট কর্মসূচি পালন বিএসপিআই শিক্ষার্থীদের

সাতক্ষীরা ভোমরা সীমান্তে ভারতীয় শাড়ী জব্দ

বকশীগঞ্জে পাট চাষিদের মাঝে বিনামূল্যে উন্নতমানের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

পটুয়াখালীতে জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে অনুদান প্রদান
Link Copied