ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ঢাকা ১৩ আসনে নির্বাচনী প্রচারণায় উপচে পড়া ভিড়


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-১২-২০২৩ রাত ৮:৫৭
ঢাকা ১৩ আসনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনসহ স্থানীয় পেশাজীবী ব্যবসায়ীরা যোগ দিয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকে  সংসদীয় আসনের অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে উপচে পড়া ভিড় দেখা গেছে।
 
জাহাঙ্গীর কবির নানক ৩৩ নং ওয়ার্ডের শিয়া মসজিদ রোড, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকা, কাটাশুর, কাদেরাবাদ হাউজিং এলাকা ও বসিলায় সহ বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক সকাল ১০টার পর তিনি শিয়া মসজিদ এলাকা থেকে এই প্রচারণা শুরু করেন। দুপুরে কাদেরাবাদ হাউজিং সোসাইটি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
 
এরপর  বসিলাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার চালান। এসময় তার সাথে ছিলেন,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা। ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেন্টু, সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম পলাশ। 
 
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন, আবু সায়েম শাহিন উপস্থিত ছিলেন,আরো ছিলেন মহিলা নেত্রীরা। নানকের সাথে ছিলেন বিশিষ্ট হাউজিং ব্যবসায়ী আলম হোসেন  ও আলী হোসেন। প্রচারণায় যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারি যে ভোট, এই ভোটের দিন এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। আমি সবাইকে অনুরোধ করবো ও আবেদন জানাবো, সবাইকে অত্যন্ত শন্তিপূর্ণ-সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করার জন্য। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
 
 
ঢাকা-১৩ আসনের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণ অতীতের মতো এবার নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে এই বিশ্বাস আমার আছে। তিনি একই আসন থেকে দুইবার সংসদ সদস্য ছিলেন তখন ব্যাপক উন্নয়ন করেছে এই আসনটিতে তারই ধারাবাহিকতায় এবারও ভোটাররা এই প্রত্যাশাই জাহাঙ্গীর কবির নানকের ভোট দিবেন। এসময় নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে নৌকার পক্ষে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারে অংশ নেন।
 
রাস্তার দুই পাশের বাসাবাড়ির মানুষকে সালাম জানিয়ে ভোট প্রার্থনা করেন  তিনি। এ নির্বাচনী প্রচারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুররহমান,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সহ স্থানীয় নেতাকর্মীরা জাহাঙ্গীর কবির নানকের সাথে ছিলেন সর্বক্ষণিক।  দুপুরে একসাথে তারা মধ্যাহ্নভোজ করেন। ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় নেতারা দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা