সীতাকুণ্ড থেকে ৩৪৪৫ কেজি লোহার শিট, ক্রেন সহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
মোহাম্মদনগর সাংবাদিক হাউজিং সোসাইটির গেইটের ডানপাশে রাস্তার উপর হইতে গত ১৩ ডিসেম্বর রাত ৯টায় সময় বায়েজিদ বোস্তামী থানাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সাইফ পাওয়ার টেক গ্রুপের কাজের ০৬টি শীট পাইল,ওজন ৪২০০ কেজি, মূল্য অনুমান ৪,২০০০০/- টাকা অজ্ঞাতনামা ব্যাক্তিরা চুরি করিয়া নিয়ে যায়। উক্ত ঘটনায় বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২৮, ২২ ডিসেম্বর ,ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর তদন্তকারী অফিসার এসআই/ মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় অফিসার এস আই আজাহার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত ০৭(সাত) জন আসামীকে গ্রেফতার করে। উক্ত আসামীদের দেওয়ার তথ্যের ভিত্তিতে বাদীর চুরি যাওয়া শীট পাইলগুলো কর্তিত অবস্থায় অনুমান চার লক্ষ টাকার ৩৪৪৫ কেজি লোহা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এলাকা হইতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় ব্যবহৃত ক্রেনসহ একটি ট্রাকে করে মালামাল চুরি করে নিয়ে গিয়েছিলো তা চালকসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি সঞ্জয় কুমার সিনহা।
এমএসএম / এমএসএম