কিশোর গ্যাংদের হুশিয়ারী করলেন জাহাঙ্গীর কবির নানক
মোহাম্মদপুর এলাকায় ঢাকা উদ্যান সহ ৫ টি হাউজিং বাড়ির মালিক সমিতির মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় কিশোর গ্যাংদের হুশিয়ারী করলেন ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। সোমবার ১ জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি বলেন আগামী ৭ই জানুয়ারি ভোট হবে ইনশাআল্লাহ। এই ভোটে নির্বাচিত হওয়ার পর ঢাকা ১৩ আসনে আর কোনো কিশোর গ্যাং দেখতে চাইনা। আমার কাছে তথ্য আছে গত কয়েকদিন আগেও র্যাব ১০২ জন কিশোর গ্যাং কে আটক করেছে। তিনি আরো বলেন কার কার সন্তান কিশোর গ্যাং তাদের নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত সময় দেওয়া হইলো এর পর আর সময় দেওয়া হবে না। নানক বললেন একটি সুষ্ঠ সমাজ গড়তে চাই । এই আসনে কোনো সন্ত্রাস কিশোর গ্যাং ছিনতাইকারি দুষ্কৃতিকারী ১৩ আসনে থাকতে পারবেনা।

নানকের নির্বাচনী আয়োজন করেন ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ, চন্দ্রিমা রিয়েল এস্টেট প্রাইভেট লিঃ, একতা হাউজিং লিঃ, নবী নগর হাউজিং ও তুরাগ হাউজিং। প্রতিটি হাউজিং বাড়ির মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু। মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আনসার। মোহাম্মদপুর থানার সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শাহিন। যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন। আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনির, ১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, ১০০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নবী নগর হাউজিং মালিক সমিতির সভাপতি, নূর ইসলাম

এসময় বক্তব্য দেন ঢাকা উদ্যান কলেজের শিক্ষক এবং ঢাকা উদ্যান বাড়ি মালিক সমিতির সভাপতি আবু সায়েম শাহিন, সবার একটাই কথা নানক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করা।এবং একটি সুষ্ঠ নির্বাচন করে মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেওয়া।
সভায় ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার নৌকায় ভোট চেয়ে বলেন, জাহাঙ্গীর কবির নানকের উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা, জাহাঙ্গীর কবির নানক তার কোনো চাহিদা নাই তিনি শুধু জনগণের সেবাই করে গিয়েছেন। ২০২৪ সালে এমপি হবেন তখন আবারো উন্নয়ন ধারা অবহ্যত রেখে একটি স্মার্ট আসন হবে এই ১৩ আসন।সেই সাথে ৩৩ নং ওয়ার্ডটিও হবে একটি স্মার্ট ওয়ার্ড।
জাহাঙ্গীর কবির নানকের তুলনা তিনি নিজেই আপনারা সবাই নৌকায় ভোট দিবেন। ভোটারদের জন্য রয়েছে বিশেষ বাহন যাঁরা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য অটোরিকশা এবং গাড়ির ব্যবস্থা করে রেখেছেন কাউন্সিলর আসিফ। তিনি আরো বলন ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যে উন্নয়ন করে গেছে সেই উন্নয়ন এর আলো দিয়ে এখনো চলছে ১৩ আসন। আসিফ আহমেদ ভোটারদের ভোট কেন্দ্র আসার অনুরোধ করেন।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার