ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ধানমন্ডিতে কয়েকটি পুলিশ বক্সে হামলা, পুলিশ সদস্য আহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩-১-২০২৪ দুপুর ১:৫৮

রাজধানীর ধানমন্ডি এলাকায় অটোরিক্সা ড্রাইভারদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। মোহাম্মদপুর এবং ধানমন্ডি থানায় মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২ জানুয়ারি এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয় ধানমন্ডি থানায় একটি ভাংচুরের মামলা হয়েছে মামলা নং ( ৩) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। 

ধানমন্ডির মেইন সড়ক এলাকায় কয়েকটি পুলিশ বক্সে হামলা করেছে আটোরিক্সা চালকরা এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছে। ওই পুলিশ সদস্যকে,প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার সূত্রপাত ঘটে ধানমন্ডি ২৭ নং রোডে মোহাম্মদপুর এলাকায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ  কয়েকটি রিক্সার কাগজপত্র দেখতে চাইলে এবং রিক্সা নিয়ে মেইন রোডে আসলে জরিমানা করা কে, কেন্দ্র করেই এই হামলা চালিয়েছে অটো ড্রাইভাররা।

সরেজমিনে গেলে দেখা যায় ঝিগাতলা, ধানমন্ডি ৭ নাম্বার, ও আবহানী মাঠের কাছে ট্রাফিক বক্স ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর এবং ধানমন্ডি থানায় মোট ৬ জন কে আটক করেছে থানা-পুলিশ। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, সংশ্লিষ্ট থানা এলাকায় ট্রাফিক পুলিশ অটোরিকশার কাগজপত্র পরীক্ষা করে গাড়ি আটকে দিলে তাদের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা হয়। এর পর অটোরিক্সার ড্রাইভাররা ৫০ থেকে ৬০ জন একত্রিত হয়ে ধানমন্ডি তিনটি পুলিশ বক্সে হামলা চালায়, এতে এক পুলিশ আহত হয়েছে। পুলিশ বক্সে হামলার ঘটনায় দুই থানায় ছয়জন কে, আটক করা হয়েছে। 

এদিকে অটোরিক্সার ড্রাইভারদের রয়েছে একাধিক অভিযোগ  ড্রাইভাররা বলেন, আমরা পেটের দায় রিক্সা চালাই কিন্তু ট্রাফিকের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা মেইন রোডে রিক্সা চালাই না,গলির ভিতরে থেকে যাত্রী উঠাই কিন্তু গলির ভিতর থেকে আমাদের রিক্সা ধরে নিয়ে মামলার নামে টাকা নিয়ে ছেড়ে দেয়। অনেক সময় টাকা না দিলে গেরেজ মালিককে ফোন দেয়,তার কাছে টাকা না থাকলে তখন রিক্সার ব্যাটারী খুলে রেখে দেয়,সেই ব্যাটারী আনতে আবার টাকা নেয় ট্রাফিক পুলিশরা। এভাবেই একের পর এক হয়রানি অভিযোগ তুলে অটোরিক্সার ড্রাইভাররা। রায়েরবাজার এলাকায়  কয়েকজন গ্যারেজ মালিকদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালের সময়কে বলেন, আমরা থাকি মোহাম্মদপুর এলাকায়, গ্যারেজও মোহাম্মদপুরে কিন্তু ধানমন্ডি জোনের ট্রাফিক পুলিশ আমাদের গ্যারেজ পর্যন্ত এসে রিক্সা আটক করে টাকা আদায় করে। এই টাকা আদায় করাকে,অতিষ্ঠ হয়েই মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটে বলে জানান গ্যারেজ মালিকরা।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা