ধানমন্ডিতে কয়েকটি পুলিশ বক্সে হামলা, পুলিশ সদস্য আহত

রাজধানীর ধানমন্ডি এলাকায় অটোরিক্সা ড্রাইভারদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। মোহাম্মদপুর এবং ধানমন্ডি থানায় মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২ জানুয়ারি এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয় ধানমন্ডি থানায় একটি ভাংচুরের মামলা হয়েছে মামলা নং ( ৩) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
ধানমন্ডির মেইন সড়ক এলাকায় কয়েকটি পুলিশ বক্সে হামলা করেছে আটোরিক্সা চালকরা এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছে। ওই পুলিশ সদস্যকে,প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার সূত্রপাত ঘটে ধানমন্ডি ২৭ নং রোডে মোহাম্মদপুর এলাকায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কয়েকটি রিক্সার কাগজপত্র দেখতে চাইলে এবং রিক্সা নিয়ে মেইন রোডে আসলে জরিমানা করা কে, কেন্দ্র করেই এই হামলা চালিয়েছে অটো ড্রাইভাররা।
সরেজমিনে গেলে দেখা যায় ঝিগাতলা, ধানমন্ডি ৭ নাম্বার, ও আবহানী মাঠের কাছে ট্রাফিক বক্স ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর এবং ধানমন্ডি থানায় মোট ৬ জন কে আটক করেছে থানা-পুলিশ। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, সংশ্লিষ্ট থানা এলাকায় ট্রাফিক পুলিশ অটোরিকশার কাগজপত্র পরীক্ষা করে গাড়ি আটকে দিলে তাদের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা হয়। এর পর অটোরিক্সার ড্রাইভাররা ৫০ থেকে ৬০ জন একত্রিত হয়ে ধানমন্ডি তিনটি পুলিশ বক্সে হামলা চালায়, এতে এক পুলিশ আহত হয়েছে। পুলিশ বক্সে হামলার ঘটনায় দুই থানায় ছয়জন কে, আটক করা হয়েছে।
এদিকে অটোরিক্সার ড্রাইভারদের রয়েছে একাধিক অভিযোগ ড্রাইভাররা বলেন, আমরা পেটের দায় রিক্সা চালাই কিন্তু ট্রাফিকের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা মেইন রোডে রিক্সা চালাই না,গলির ভিতরে থেকে যাত্রী উঠাই কিন্তু গলির ভিতর থেকে আমাদের রিক্সা ধরে নিয়ে মামলার নামে টাকা নিয়ে ছেড়ে দেয়। অনেক সময় টাকা না দিলে গেরেজ মালিককে ফোন দেয়,তার কাছে টাকা না থাকলে তখন রিক্সার ব্যাটারী খুলে রেখে দেয়,সেই ব্যাটারী আনতে আবার টাকা নেয় ট্রাফিক পুলিশরা। এভাবেই একের পর এক হয়রানি অভিযোগ তুলে অটোরিক্সার ড্রাইভাররা। রায়েরবাজার এলাকায় কয়েকজন গ্যারেজ মালিকদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালের সময়কে বলেন, আমরা থাকি মোহাম্মদপুর এলাকায়, গ্যারেজও মোহাম্মদপুরে কিন্তু ধানমন্ডি জোনের ট্রাফিক পুলিশ আমাদের গ্যারেজ পর্যন্ত এসে রিক্সা আটক করে টাকা আদায় করে। এই টাকা আদায় করাকে,অতিষ্ঠ হয়েই মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটে বলে জানান গ্যারেজ মালিকরা।
এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান
