ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আপন নিবাস পেলেন রায়গঞ্জের গৃহহীন ইয়াকুব আলী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ১২:৩০

জরাজীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করতেন সিরাজগঞ্জের রায়গঞ্জের গৃহহীন হাফেজ ইয়াকুব আলী(২৮)। জরাজীর্ণ ঘরটি মেরামত করার সামর্থ্যও ছিল না হাফেজ ইয়াকুব আলীর। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তেমন কোন কাজ কর্ম করতে না পরে বর্তমানে একটি মাদ্রাসায় মাসিক ৩ হাজার টাকা বেতনে চাকুরি করেন তিনি।

পরিবার নিয়ে অনেকটা খোলা আকাশের নিচে তাই মানবেতর জীবনযাপন করছিলেন হাফেজ ইয়াকুব আলী।তার এই অবস্থায় এগিয়ে আসে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন।সংগঠনটির প্রতিষ্ঠাতা সাহবাজ খান সানির সার্বিক তত্বাবধানে  হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের  অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় অসহায় গৃহহীন এই পরিবারকে ঘরটি নতুন ভাবে করে দেয়া হয়েছে।

সাহবাজ খান সানি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিজেকে জড়িত রেখেছেন। প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, এই গৃহহীন হাফেজ ইয়াকুব আলীকে  নতুনভাবে ঘরটি  করে দিয়ে বসবাস উপযোগী করে দিতে পেরে মানসিকভাবে প্রশান্তি পাচ্ছি।শনিবার আনুষ্ঠানিকভাবে উপকারভোগী উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ডাঙ্গার পাড় এলাকার ইয়াকুব আলীকে নতুনভাবে করে দেয়া ঘরটি হস্তান্তর করেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।এসময় স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাসও উপস্থিত ছিলেন।

নতুন ঘর করে দেয়ার পর থেকে খুশি হাফেজ ইয়াকুব আলী। তিনি বলেন, আমাকে নতুনভাবে ঘরটি করে দিবেন- এমনটা আমি কখনোই ভাবতে পারিনি। এসময় তিনি প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের সকলের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন বলেও জানান।

এ ব্যাপারে স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, প্রচেষ্টা সবার জন্য একটি মানবিক ও অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনের মাধ্যমে অস্বচ্ছল পরিবারগুলোর পাশে দাড়ানোর পাশাপাশি আর্তমানবতার সেবা কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবীরা মূলত সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এই সংগঠনের মাধ্যমে কাজ করেন।সংগঠনটির প্রত্যেক সদস্যরা চেষ্টা করছে অসহায় ও দুঃস্থদের মুখে হাসি ফোটাতে।

এমএসএম / এমএসএম

বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে গুণীজন ও সাংবাদিকদের মতবিনিময়

ডাসারে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের সমন্বয় সভা

নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই ভাই -বোনের মৃত্যু

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম

পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন