ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিয়োগবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২০ বছর ধরে বিআইডব্লিউটিএ তে চাকরি করছেন জাহাঙ্গীর আলম


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ১৬-১-২০২৪ রাত ১০:১৫

নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ও বিআইডব্লিউটিএ'র চাকরির শর্ত অনুযায়ী আবেদনের বয়স না থাকা সত্বেও মো. জাহাঙ্গীর আলম ২০ বছর ধরে চাকরি করছেন দাপটের সঙ্গে। শুধু তাই নয়, কূটনবীস পদে থেকে অন্যত্র কোন পদে পদ পরিবর্তনের সুযোগ না থাকলেও বর্তমানে জাহাঙ্গীর আলম শুল্ক আদায়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিআইডব্লিউটিএ'র একজন প্রভাবশালী সিবিএ নেতার নিকটাত্মীয় হওয়ায় এ নিয়ে যেন কারও মাথাব্যথাই নেই। এই সিবিএ নেতার অন্তত ডজনখানেক আত্মীয়স্বজন বিআইডব্লিউটিএ-তে কর্মরত রয়েছেন।

এদের প্রত্যেকের চাকরির ক্ষেত্রেই ওই সিবিএ নেতা প্রভাব বিস্তার করেছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। উক্ত সিবিএ নেতার নির্দেশেই বিআইডব্লিউটিএ পরিচালিত হয় বলেও জোর গুঞ্জন রয়েছে।সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব জুলফা খানম (বর্তমানে অবসরে) স্বাক্ষরিত ৩১/১০/২০০৪ ইং তারিখের দপ্তরাদেশ নং-৮৩৫/২০০৪ এ মো. জাহাঙ্গীর আলম, পিতা- মো. হামিদ খান-কে ১৫০০-২৪-২০০৪ জাতীয় স্কেলে (১৯৯৭) মাসিক ১৫০০ টাকা মূল বেতন এবং অন্যান্য স্বীকার্য ভাতাদিসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কূটনবীস পদে নিয়োগের আদেশ প্রদান করেন।

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত; নভেম্বর ৮, ১৯৯০ সালের ৮৩৬৮ নং পাতার ১৮ নং তালিকায় বিআইডব্লিউটিএ'র গেজেটে প্রকাশিত রয়েছে- রেকর্ড কীপার, দপ্তরী, কূটনবীস, ডুপ্লেকেটিং মেশিন চালক নিয়োগের ক্ষেত্রে বয়স ২৭ হইতে ৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে হেড গার্ড এবং সমমানের পদের কর্মচারিদের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে পূরণ করিতে হইবে মর্মে গেজেট প্রকাশিত হয়েছে।

২০০৪ সালের ৯ আগস্ট দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে মো. জাহাঙ্গীর আলম, পিতা- মো. হামিদ খান, মাতা- বেগম রোকেয়া, বর্তমান ঠিকানা- ১৬৪, মাদারটেক নতুন পাড়া, সবুজবাগ, ঢাকা এবং স্থায়ী ঠিকানাঃ গ্রাম- চরদুলাই, ডাকঘর- দুলাই, থানা- সূজানগর, জেলা- পাবনা; কূটনবীস পদের জন্য বিআইডব্লিউটিএ-তে আবেদন করেন। ওই আবেদনে আবেদনকারী হিসেবে মো. জাহাঙ্গীর আলম নিজের জন্ম তারিখ ০৭/১১/১৯৭১ উল্লেখ করেন এবং আবেদনের দিন তার বয়স ৩৩ বছর ৫ মাস ২৪ দিন উল্লেখ করেন।

দীর্ঘ ২ দশক ধরে এমন গুরুতর অভিযোগ থাকলেও বিআইডব্লিউটিএ প্রশাসন এবং দুদকের ভূমিকা রহস্যজনক। অথচ একই অপরাধে গত ১৭/০৯/২০১৯ ইং তারিখে মংলা বন্দরের কর্মচারিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্মারক নং- ০০.০১.০১০০.৬৪২.০১.০১৬৬.১৮-৪০১৪৭/১(১৮), তারিখ: ১৭/১০/২০১৯ অনুমোদনপূর্বক মামলা দায়েরের মাধ্যমে চাকরিচ্যুতসহ চাকরিকালে বেতন-ভাতাদি বাবদ ১৫ লাখ ৩৭ হাজার ৩৪৬ টাকা আত্মসাতের দায়ে ফেরত অর্থাৎ দণ্ড প্রদান করা হয়। সম্প্রতি কূটনবীস জাহাঙ্গীর আলমের (বর্তমানে শুল্ক আদায়কারী) বয়স জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে চাকরি করার বিষয়ে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান এবং দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ জমা পড়েছে। এর আগেও একাধিকবার অভিযোগ জমা পড়লেও অদৃশ্য হাতের ইশারায় সব ধামাচাপা পড়ে গেছে। এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

আপিল বিভাগের নিদের্শনা অমান্য করে জনবল নিয়োগ

ঘুষ কেলেংকারীতে ১৫ দিন খালি চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডির বিচার চেয়ে ফের দুদকে আবেদন

উৎপাদন বেড়েছে, খরচ কমেছে, নতুন প্রকল্পে আশার আলো

বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন করবে : জননেতা অধ্যাপক মামুন মাহমুদ

কারা অধিদপ্তরে সক্রিয় বদলী বাণিজ্য সিন্ডিকেট, মূলহোতা রিয়াল

দুদকের ফাঁদে ফেঁসে গেলেন এম এ কাশেম

দরপত্র খোলার আগেই ২.৫ কোটি টাকার চুক্তিতে কাজ নিশ্চিত করলো প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রুভেন বুল প্রকল্পের প্রকল্প পরিচালক

বিআরটিএ-এর দালালি করে কয়েক কোটি টাকার মালিক

চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি : রায়হান কবির

দেড় হাজার টাকা বেতনের সেই কর্মচারী এখন শতকোটি টাকার মালিক