নিয়োগবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২০ বছর ধরে বিআইডব্লিউটিএ তে চাকরি করছেন জাহাঙ্গীর আলম

নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ও বিআইডব্লিউটিএ'র চাকরির শর্ত অনুযায়ী আবেদনের বয়স না থাকা সত্বেও মো. জাহাঙ্গীর আলম ২০ বছর ধরে চাকরি করছেন দাপটের সঙ্গে। শুধু তাই নয়, কূটনবীস পদে থেকে অন্যত্র কোন পদে পদ পরিবর্তনের সুযোগ না থাকলেও বর্তমানে জাহাঙ্গীর আলম শুল্ক আদায়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিআইডব্লিউটিএ'র একজন প্রভাবশালী সিবিএ নেতার নিকটাত্মীয় হওয়ায় এ নিয়ে যেন কারও মাথাব্যথাই নেই। এই সিবিএ নেতার অন্তত ডজনখানেক আত্মীয়স্বজন বিআইডব্লিউটিএ-তে কর্মরত রয়েছেন।
এদের প্রত্যেকের চাকরির ক্ষেত্রেই ওই সিবিএ নেতা প্রভাব বিস্তার করেছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। উক্ত সিবিএ নেতার নির্দেশেই বিআইডব্লিউটিএ পরিচালিত হয় বলেও জোর গুঞ্জন রয়েছে।সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব জুলফা খানম (বর্তমানে অবসরে) স্বাক্ষরিত ৩১/১০/২০০৪ ইং তারিখের দপ্তরাদেশ নং-৮৩৫/২০০৪ এ মো. জাহাঙ্গীর আলম, পিতা- মো. হামিদ খান-কে ১৫০০-২৪-২০০৪ জাতীয় স্কেলে (১৯৯৭) মাসিক ১৫০০ টাকা মূল বেতন এবং অন্যান্য স্বীকার্য ভাতাদিসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কূটনবীস পদে নিয়োগের আদেশ প্রদান করেন।
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত; নভেম্বর ৮, ১৯৯০ সালের ৮৩৬৮ নং পাতার ১৮ নং তালিকায় বিআইডব্লিউটিএ'র গেজেটে প্রকাশিত রয়েছে- রেকর্ড কীপার, দপ্তরী, কূটনবীস, ডুপ্লেকেটিং মেশিন চালক নিয়োগের ক্ষেত্রে বয়স ২৭ হইতে ৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে হেড গার্ড এবং সমমানের পদের কর্মচারিদের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে পূরণ করিতে হইবে মর্মে গেজেট প্রকাশিত হয়েছে।
২০০৪ সালের ৯ আগস্ট দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে মো. জাহাঙ্গীর আলম, পিতা- মো. হামিদ খান, মাতা- বেগম রোকেয়া, বর্তমান ঠিকানা- ১৬৪, মাদারটেক নতুন পাড়া, সবুজবাগ, ঢাকা এবং স্থায়ী ঠিকানাঃ গ্রাম- চরদুলাই, ডাকঘর- দুলাই, থানা- সূজানগর, জেলা- পাবনা; কূটনবীস পদের জন্য বিআইডব্লিউটিএ-তে আবেদন করেন। ওই আবেদনে আবেদনকারী হিসেবে মো. জাহাঙ্গীর আলম নিজের জন্ম তারিখ ০৭/১১/১৯৭১ উল্লেখ করেন এবং আবেদনের দিন তার বয়স ৩৩ বছর ৫ মাস ২৪ দিন উল্লেখ করেন।
দীর্ঘ ২ দশক ধরে এমন গুরুতর অভিযোগ থাকলেও বিআইডব্লিউটিএ প্রশাসন এবং দুদকের ভূমিকা রহস্যজনক। অথচ একই অপরাধে গত ১৭/০৯/২০১৯ ইং তারিখে মংলা বন্দরের কর্মচারিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্মারক নং- ০০.০১.০১০০.৬৪২.০১.০১৬৬.১৮-৪০১৪৭/১(১৮), তারিখ: ১৭/১০/২০১৯ অনুমোদনপূর্বক মামলা দায়েরের মাধ্যমে চাকরিচ্যুতসহ চাকরিকালে বেতন-ভাতাদি বাবদ ১৫ লাখ ৩৭ হাজার ৩৪৬ টাকা আত্মসাতের দায়ে ফেরত অর্থাৎ দণ্ড প্রদান করা হয়। সম্প্রতি কূটনবীস জাহাঙ্গীর আলমের (বর্তমানে শুল্ক আদায়কারী) বয়স জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে চাকরি করার বিষয়ে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান এবং দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ জমা পড়েছে। এর আগেও একাধিকবার অভিযোগ জমা পড়লেও অদৃশ্য হাতের ইশারায় সব ধামাচাপা পড়ে গেছে। এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ
