আদাবরে সুরক্ষা বলয় না থাকায় নির্মানাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক আহত

রাজধানীর আদাবর এলাকায় বাইতুল আমান হাউজিং এর একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক আহত হয়েছে। আহত ব্যক্তিরা হচ্ছে মোহাম্মদ মঈন উদ্দিন, (৪৫) নূর ইসলাম (৩৫) করিম (৩০) এরমধ্যে নূর ইসলাম রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।
এরা সবাই ৮ নং রোডের ৫৭৫ নং বাইতুল আমান হাউজিং এর নির্মাণাধীন ভবনের শ্রমিক ছিলেন।ঘটনা সূত্রে জানা যায় গত ১৫ জানুয়ারি সোমবার সকাল ৯ টায় ওই ভবনটিতে কাজ করতে গেলে পুরো ভবনটি বিদ্যুতায়ীত হলে তিন তলা থেকে একজন নিচে পরে ও বাকি ২ জন বিদ্যুতায়ীত হয়ে আহত হয়। এ ঘটনায় সরেজমিনে গেলে দেখা যায় পুরো ভবনটির কোনো সুরক্ষা ব্যবস্থা ছিলো না।
ঘটনার সূত্র ধরে মোহাম্মদ মঈন উদ্দিনের বাসায় গেলে, তার স্ত্রী সকালের সময়কে বলেন, আমরা ঝিনাইদহ থেকে ঢাকায় নতুন এসেছি। আমার স্বামীর আয়রোজগার না থাকলে আমাদের বাজার হয়না। এরমধ্যে তিনি এখন দুর্ঘটনায় বিছানায় শুয়ে আছে, এখন কিভাবে কি করবো বুঝতে পারছি না।
ঘটনার পর থেকে এখন পর্যন্ত আমাদের সহযোগিতার নামে ওই ভবনের লোক এসে মাত্র ৫০০ টাকা দিয়ে গেছে এবং ঔষধ কিনে দিয়েছে। আইনি সহায়তার বিষয় জানতে চাইলে আহতের স্ত্রী বলেন, আমি থানা-পুলিশ চিনি না, কোথায় যাবো?এমনই এক মানবতার জীবন যাপন করছেন ওই পরিবারটি। এ বিষয় আরো খোঁজ নিয়ে জানা যায় প্রিমিয়ার রিয়েল স্টেট লিমিটেড রাজউকের অনুমতি নিয়ে বায়তুল আমান হাউজিং এর ৫৭৫ নং প্লটটিতে ভবন নির্মাণ করার জন্য বাউন্ডারি দিয়ে ৪ তলা পর্যন্ত করেছে কিন্তু ওই ভবনের বাউন্ডারি ছাড়া কোন সুরক্ষা বলয় নেই।
এ বিষয় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার কথা শুনেছি এবং তাৎক্ষণিক সরেজমিনে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। শ্রমিকের সুরক্ষা ব্যবস্থা ছাড়া কাজ শুরু না করার বিষয়েও বলা হয়েছে। ভুক্তভোগীদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা কোম্পানি করছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় এবিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই সবরকম আইনী সহায়তা দিবো।
এবিষয় নির্মাণাধীন ভবনের দায়িত্বরত শহিদুল ইসলাম জানান আহত ব্যক্তিরা ভালো আছে। তাঁদের চিকিৎসা দিয়ে সহযোগিতা করছেন নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, একজন আইসিইউতে রয়েছে অন্য দুজন বাসায় চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের সবরকম চিকিৎসা দিয়ে সহযোগিতা করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied