ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আদাবরে সুরক্ষা বলয় না থাকায় নির্মানাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক আহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ১:১৩
রাজধানীর আদাবর এলাকায় বাইতুল আমান হাউজিং এর একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক আহত হয়েছে। আহত ব্যক্তিরা হচ্ছে মোহাম্মদ মঈন উদ্দিন, (৪৫) নূর ইসলাম (৩৫) করিম (৩০) এরমধ্যে নূর ইসলাম রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। 
 
এরা সবাই ৮ নং রোডের ৫৭৫ নং বাইতুল আমান হাউজিং  এর নির্মাণাধীন ভবনের শ্রমিক ছিলেন।ঘটনা সূত্রে জানা যায় গত ১৫ জানুয়ারি সোমবার সকাল ৯ টায় ওই ভবনটিতে কাজ করতে গেলে পুরো ভবনটি বিদ্যুতায়ীত হলে তিন তলা থেকে একজন নিচে পরে ও বাকি ২ জন বিদ্যুতায়ীত হয়ে আহত হয়। এ ঘটনায় সরেজমিনে গেলে দেখা যায় পুরো ভবনটির কোনো সুরক্ষা ব্যবস্থা ছিলো না।
 
ঘটনার সূত্র ধরে মোহাম্মদ মঈন উদ্দিনের বাসায় গেলে, তার স্ত্রী সকালের সময়কে বলেন, আমরা ঝিনাইদহ থেকে ঢাকায় নতুন এসেছি। আমার স্বামীর আয়রোজগার না থাকলে আমাদের বাজার হয়না। এরমধ্যে তিনি এখন দুর্ঘটনায় বিছানায় শুয়ে আছে, এখন কিভাবে কি করবো বুঝতে পারছি না।
ঘটনার পর থেকে এখন পর্যন্ত আমাদের সহযোগিতার নামে ওই ভবনের লোক এসে মাত্র ৫০০ টাকা দিয়ে গেছে এবং ঔষধ কিনে দিয়েছে। আইনি সহায়তার বিষয় জানতে চাইলে আহতের স্ত্রী বলেন, আমি থানা-পুলিশ চিনি না, কোথায় যাবো?এমনই এক মানবতার জীবন যাপন করছেন ওই পরিবারটি। এ বিষয় আরো খোঁজ নিয়ে জানা যায় প্রিমিয়ার রিয়েল স্টেট লিমিটেড রাজউকের অনুমতি নিয়ে বায়তুল আমান হাউজিং এর ৫৭৫ নং প্লটটিতে ভবন নির্মাণ করার জন্য বাউন্ডারি দিয়ে ৪ তলা পর্যন্ত করেছে কিন্তু ওই ভবনের বাউন্ডারি ছাড়া কোন সুরক্ষা বলয় নেই। 
 
এ বিষয় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার কথা শুনেছি এবং তাৎক্ষণিক সরেজমিনে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। শ্রমিকের সুরক্ষা ব্যবস্থা ছাড়া কাজ শুরু না করার বিষয়েও বলা হয়েছে। ভুক্তভোগীদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা কোম্পানি করছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় এবিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই সবরকম আইনী সহায়তা দিবো। 
 
এবিষয় নির্মাণাধীন ভবনের দায়িত্বরত শহিদুল ইসলাম জানান আহত ব্যক্তিরা ভালো আছে। তাঁদের চিকিৎসা দিয়ে সহযোগিতা করছেন নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, একজন আইসিইউতে রয়েছে অন্য দুজন বাসায় চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের সবরকম চিকিৎসা দিয়ে সহযোগিতা করে যাচ্ছি।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা